০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

আজও শেওড়াপাড়ার সড়কে শ্রমিকরা

তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে হচ্ছে। এতে অফিসগামী লোকজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।

মিরপুর মডলে থানা সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। তাদের এই দাবি না মানায় তারা শেওড়াপাড়া এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে।

বিজনেস বাংলাদেশ/একে

লে.কর্নেল মুনীম ফেরদৌস হলেন র‍্যাবের নতুন মুখপাত্র

আজও শেওড়াপাড়ার সড়কে শ্রমিকরা

প্রকাশিত : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

তিন মাসের অগ্রিম বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় জে কে ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের অবরোধের কারণে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হতে হচ্ছে। এতে অফিসগামী লোকজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টার পর থেকে শ্রমিকরা রাস্তা অবরোধ করেন।

শ্রমিকদের অবরোধের বিষয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বলেন, গার্মেন্টস শ্রমিকরা আজও শেওড়াপাড়ায় রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে শেওড়াপাড়া ও কাজিপাড়া এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধের প্রভাব আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত পড়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

এর আগে বুধবার (৪ অক্টোবর) একই দাবিতে সকাল ৯টায় রাস্তা অবরোধে নামেন গার্মেন্টস শ্রমিকরা।

মিরপুর মডলে থানা সূত্রে জানা যায়, জে কে ফ্যাশনের কারখানা মিরপুর শেওড়াপাড়া থেকে স্থানান্তরিত করা হবে গাজীপুরে। তবে শ্রমিকরা অভিযোগ করে বলছেন কারখানা স্থানান্তরের কথা বলে মূলত মালিকপক্ষ গার্মেন্টসটি বন্ধ করতে চাইছে। তাই তারা কারখানা স্থানান্তরের আগে অগ্রিম তিন মাসের বেতন চান। তাদের এই দাবি না মানায় তারা শেওড়াপাড়া এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচিতে নামে।

বিজনেস বাংলাদেশ/একে