কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে রাতে ঢাকা থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে এগারসিন্দুর ট্রেনটি ছেড়ে না আসায় মঙ্গলবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটির প্রভাতির যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি জগন্নাথপুর এলাকায় এগারসিন্দুর ও চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জন নিহত হন। নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আহতের বেশির ভাগই প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বেশ কয়েক জনকে ঢাকার পুঙ্গ হাসপাতালে পাঠানো হয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, আখাউড়া থেকে রাত সাড়ে ৮টার দিকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত এগারসিন্দুর এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ভুল সিগন্যালের কারণে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিসনেস বাংলাদেশ/এমএইচটি