দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ তাদের পাঠকদের জন্য নিয়ে এসেছে এক দারুণ অভিজ্ঞতার সুযোগ। এখন থেকে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ নিউজ পোর্টালে বঙ্গো শর্টস ফিচার করা হবে, যা পাঠকদের দেশের ডিজিটাল কন্টেন্ট নিয়ে একটি নতুন অভিজ্ঞতা দিবে।
বঙ্গো শর্টস সরাসরি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ -এর মধ্যে এমবেড করা হয়েছে। যার ফলে পাঠকরা এখন দেশের সাম্প্রতিক খবরা খবর ও ইভেন্টগুলি নিয়ে আপডেট থাকার পাশাপাশি অসংখ্য মনোমুগ্ধকর বিনোদনমূলক ছোট ভিডিও উপভোগ করতে পারবেন।
বঙ্গ বরাবরই দেশের ডিজিটাল কন্টেন্ট গুলোকে নতুন নতুন পদ্ধতিতে দর্শকদের সামনে তুলে ধরতে চায়। দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ সাথে অংশীদারিত্ব সেই লক্ষ্য অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই নিউজ পোর্টালকে কাজে লাগিয়ে বঙ্গ তাদের বঙ্গো শর্টস নামের নতুন ধরণের কন্টেন্টকে আরও বেশি দর্শকের কাছে নিয়ে আসার চেষ্টা করছে। এই চেষ্টা শুধুমাত্র মানুষকে বিনোদন দিবে তা নয়, সংবাদ পড়ার অভিজ্ঞতাকেও পাল্টে দেবে বলে আশা করছে বঙ্গ।
উভয়পক্ষই মনে করেন, এই পদক্ষেপ সংবাদ ও বিনোদনকে একই বন্ধনে আবদ্ধ করেছে। দেশ-বিদেশের সমসাময়িক বিষয় সম্পর্কে জানা ও ট্রেন্ডিং ডিজিটাল কন্টেন্ট সম্পর্কে সবসময় আপ-টু-ডেট থাকা, দুটোই হবে এখন এক প্ল্যাটফর্মে।
দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ কর্তৃপক্ষ এই পদক্ষেপে অত্যন্ত আনন্দিত। তারা বলছেন, ভিন্নরকম এই উদ্যোগটি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পাঠকদের কাছে এর গ্রহণযোগ্য তাকে আরও বাড়িয়ে দেবে। তাছাড়া এই দুটি সংস্থারই সর্বোপরি লক্ষ্য ডিজিটাল মিডিয়া ব্যবহারের অভ্যাসকে আরও জনপ্রিয় করা, মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও সবার জন্য উপভোগ্য করে তোলা। আর সে দিক থেকে এই উদ্যোগটি বেশ সুদূর ফলপ্রশারি হবে বলে বিশ্বাস উভয় সংস্থারই কর্তৃপক্ষের।
বিজনেস বাংলাদেশ/একে


























