অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহতভাবে চলছে ইসরায়েলের হামলা। গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ৯ হাজার ৬১ বলে জানিয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা। গাজার বুরেজি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া এক ফিলিস্তিনির ভাষ্যমতে, ভূমিকম্পও এর চেয়ে খারাপ হতো না।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতজুড়েই জাবালিয়া, বুরেজি, বেইত লাহিয়া ও গাজা শহরের পাশে অবস্থিত আল-জায়তুন এবং তাল আল-হাওয়ায় চলেছে ইসরায়েলি বাহিনীর (আইডিএফ) স্থল ও বিমান হামলা। লাগাতার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। পশ্চিম তীরেও চলেছে আইডিএফের অভিযান। ফিলিস্তিনের একটি টিভি চ্যানেলের সংবাদকর্মী মোহাম্মাদ আবু হাতাব তার নিজ বাসায় পরিবারের ১০ সদস্যসহ নিহত হয়েছেন এই হামলায়।
গাজায় এখন যেখানে বুরেজি শরণার্থী শিবির, সেখানেই ছিল অনেকগুলো আবাসিক ভবন। এখন সেগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। খালি হাতেই অনেক ফিলিস্তিনি সেখানে ধ্বংসস্তূপে স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। কাউকে জীবিত অবস্থায় পাওয়া গেলে উদ্ধারের প্রচেষ্টা চালান।
আল জাজিরা জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বুরেজি শরণার্থী শিবিরে আঘাত হেনেছে ১০টি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় গতকালই এই ক্যাম্পে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয়রা জানান, মুহুর্মুহু হামলায় অন্ধকার হয়ে গেছে পুরো এলাকা।
এক ব্যক্তি বলেন, ‘ভূমিকম্পও এতটা খারাপ হতো না। আপনি এখানে থাকলেই মারা যাবেন। ২০০-৩০০ মিটার দূরে থাকলেও রক্ষা পাবেন না। মরতেই হবে, যা ঘটে গেছে তা অস্বাভাবিক। ভূমিকম্পের চেয়েও ভয়ংকর। নিরীহ মানুষের ওপর এই ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। আমরা গণমাধ্যমে একটা কথা শুনি, আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। কিন্তু এখন কী হচ্ছে? পৃথিবীর কোনো দেশ কি ফিলিস্তিনিদের দেখতে পায় না? আমরা হয়তো অনেক দেশের মতো উন্নত নই। কিন্তু আরব দেশগুলোও কি আমাদের দিকে মার্জনার দৃষ্টিতে তাকাতে পারে না?’
গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। এর পর থেকেই দফায় দফায় গাজায় বিমান ও স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল।
এসব হামলায় প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে গাজাবাসী, হচ্ছে গুরুতর আহত। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৯ হাজার। আহত হয়েছে ২৩ হাজারেরও বেশি। এসব হামলায় নিহতদের প্রায় শতভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে আবার অধিকাংশই নারী ও শিশু।
বিসনেস বাংলাদেশ/এমএইচটি























