গণমাধ্যমের অন্যতম আলোচিত সংবাদ প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন। নিজের থেকে ১০ বছরের ছোট মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন প্রিয়াঙ্কা। একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে টুইটারে মন্তব্য করার পর এবার দুজনকে একসঙ্গে দেখা গেল নিউ ইয়র্কের বিমানবন্দরে। একসঙ্গে হেঁটে বিমানবন্দরের বাইরে এসে একই গাড়িতে উঠলেন নিক ও প্রিয়াঙ্কা।
৩৫ বছর বয়সী অভিনেত্রী নাকি চুটিয়ে প্রেম করছেন ২৫ বছর বয়সী জনপ্রিয় মার্কিন পপ সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মেট গালা অনুষ্ঠানে নিকের সঙ্গে পরিচয় হয় প্রিয়াঙ্কার। এরপর থেকে থেকে নিকের সঙ্গে প্রিয়াঙ্কাকে নানা জায়গায় ডেট করতে দেখা যায়। এবার বিমানবন্দরের এই ঘটনাটি আরও উস্কে দিলো দুজনের প্রেমের গুঞ্জন।
নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে কফির কাপ হাতে একসঙ্গে হাঁটছিলেন প্রিয়াঙ্কা ও নিক। কফি খেতে খেতে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলেন তারা। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়, যা তাদের প্রেমের জল্পনার মাত্রা আরও একধাপ বাড়িয়ে দিয়েছে।
যদিও প্রেমের বিষয়টি এখনো স্বীকার করেননি প্রিয়াঙ্কা বা নিক কেউই। তবে এর আগে নিককে নিয়ে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণেও ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানে এ তারকা জুটিকে বেশ হাসি খুশি অন্তরঙ্গ সময় কাটাতে দেখা গেছে।
এ ছাড়া কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বিউটি অ্যান্ড দ্য বিস্ট মিউজিক কনসার্টে প্রিয়াঙ্কা ও নিককে একসঙ্গে বেশ অন্তরঙ্গ সময় কাটাতে দেখা যায়। এর পরপরই নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে তাদের একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছে।
সূত্র: এনডিটিভি

























