আনুশকা শর্মা। বলিউডের অন্যতম জনপ্রিয় সফল ও ব্যস্ততম নায়িকাদের একজন তিনি। বলিউডে প্রভাব বিস্তার করা এই নায়িকা আনুশকা বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলেন। কখনো কখনো কঠোর ভাষায় প্রতিবাদ করেন এই বলি সুন্দরী।
সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তারই প্রমাণ পাওয়া গেল। খবর আনন্দবাজার।
ভারতের মুম্বাইয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় আনুশকা দেখেন, এক ব্যক্তি গাড়ির ভেতর থেকে রাস্তায় প্লাস্টিক জাতীয় কিছু ফেলছেন। ব্যস ঠিক তখনই গাড়ি থামান আনুশকা শর্মা। গাড়ি থেকে আনুশকা প্রতিবাদী কণ্ঠে বলেন, ‘আপনি রাস্তায় ময়লা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’
সেই ভিডিওটি শেয়ার করে বিরাট কোহলি বলেন, ‘দেখুন, এরা রাস্তায় ময়লা ফেলছেন। ভালো ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? আপনিও যদি এমন কিছু দেখেন, একইভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’
ইতোমধ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
https://youtu.be/gmR53X8Npp8

























