বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান। নেক টাই পরা এক যুবককে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। দু’জনের মুখেই হাসি। এটা দেখে যে কারোই মনে হতে পারে, এই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন সুহানা। কিন্তু বাস্তবে একেবারেই ভিন্ন।
এই তো কিছুদিন আগে, সোশ্যাল সাইট ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি শেয়ার করেন শাহরুখ খান কন্যা সুহানা। এর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।
মঙ্গলবার (১৯ জুন) ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ছবি দেখে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকেই বলেছেন, শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ে হয়তো ওই যুবকটির প্রেমে পড়েছেন। কিন্তু ছবিটি কোথা থেকে তোলা হয়েছে, তা জানানো হয়নি প্রতিবেদনটিতে।
সুহানার ফ্যান ক্লাবের পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা দেয়া হয়েছে।
তারা জানিয়েছেন, ছবিতে থাকা যুবক সুহানার কলেজের বন্ধু। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই সুহানার।
এই তো কিছুদিন আগে ১৮ বছরে পা দিয়েছেন সুহানা খান। বিশেষ এই ক্ষণে মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন শাহরুখ পত্মী গৌরী।

























