১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে শ্রমিক নিহত

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বাদঘাটা এলাকায় দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।

নিহত শ্রমিক উপজেলার গৌরিপুর গ্রামের মৃত রজব মল্লিকের ছেলে মোমিন মল্লিক (৫০)। আহত শ্রমিক একই গ্রামের মৃত মোরশেদ মল্লিকের ছেলে মোশাররফ মল্লিক (২৭)।

নিহতের ভাইয়ের ছেলে মাসদ রানা মুন্না জানান, বৃহস্পতিবার সকাল থেকে কিছু শ্রমিক পৌরসভার বাদঘাটা এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ড্রেনের পাশে থাকা দেয়াল ধসে পড়লে তাঁরা দুজন চাপা পড়েন।

এ সময় অন্যান্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১টার হলে তাঁর চাচা মারা যান। এবং অন্য জনকে খুলনা সিটি মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ওই ব্যক্তি মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এ ছাড়া তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ সাতক্ষীরা থেকে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

 

ট্যাগ :
জনপ্রিয়

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে মিলবে নগদ প্রণোদনা

শ্যামনগরে নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রকাশিত : ০৮:৪৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নির্মাণাধীন ড্রেনের দেয়াল ধসে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বাদঘাটা এলাকায় দেয়াল ধসে পড়ার ঘটনা ঘটে। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়।

নিহত শ্রমিক উপজেলার গৌরিপুর গ্রামের মৃত রজব মল্লিকের ছেলে মোমিন মল্লিক (৫০)। আহত শ্রমিক একই গ্রামের মৃত মোরশেদ মল্লিকের ছেলে মোশাররফ মল্লিক (২৭)।

নিহতের ভাইয়ের ছেলে মাসদ রানা মুন্না জানান, বৃহস্পতিবার সকাল থেকে কিছু শ্রমিক পৌরসভার বাদঘাটা এলাকায় সড়কের পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ নির্মাণাধীন ড্রেনের পাশে থাকা দেয়াল ধসে পড়লে তাঁরা দুজন চাপা পড়েন।

এ সময় অন্যান্য শ্রমিকেরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে দুপুর ১টার হলে তাঁর চাচা মারা যান। এবং অন্য জনকে খুলনা সিটি মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাকির হোসেন জানান, ওই ব্যক্তি মাথা ও বুকে মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন। এ ছাড়া তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মৃতদেহ সাতক্ষীরা থেকে আনার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি