০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

সমাজে শান্তি ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা অপরিসীম

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মহা: বশিরুল আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা অপরিসীম।

শনিবার (২৩ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীতে-‘সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমামদের ভূমিকা’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমামদের উদ্দেশ্য এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুর কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আল আমিন মিয়ার পরিচালনায় এবং ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মো.মনজুরুল আলম মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়দেবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের সহকারী পরিচালক কাজী মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আল-কোরআনে সমাজ পরিচালনার বিভিন্ন বিধি বিধান রয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আমরা বললে মানুষ বিরত হবে না; বিশ্বাস করবে না। কিন্তু মাওলানা আব্দুর রহিম বললে অবশ্যই বিরত হবে; বিশ্বাস করবে অর্থাৎ ইমামরা বললে মেনে চলবে । এক সময় এসিড সন্ত্রাস ছিলো, এখন এটা বন্ধ হয়েছে। সরকার ইতিমধ্যেই দেশে ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন । এতে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৭৭ হাজার শিক্ষক নিয়োজিত রয়েছে। অষ্টম পর্যায়ে এই প্রকল্পটি চালু রাখার কার্যক্রম এগিয়ে চলেছে। উপস্থিত ইমাম ও শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন- যেহেতু সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেহেতু এই প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে তিনি চেষ্টা করবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।

ইফা মহাপরিচালক ইমামদের অনুষ্ঠানে যোগদানের পূর্বে টঙ্গীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্র এবং একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেই সাথে তিনি সরকারের যাকাত ফান্ড বিভাগ কর্তৃক পরিচালিত যাকাত বোর্ড শিশু হাসপাতাল-টঙ্গী পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি-উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের মাস্টার ট্রেইনার মাওলানা মো. নূরে আলম।

এ আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম এবং ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

সমাজে শান্তি ও সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা অপরিসীম

প্রকাশিত : ০৭:৫৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মহা: বশিরুল আলম বলেছেন, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে ইমামদের ভূমিকা অপরিসীম।

শনিবার (২৩ ডিসেম্বর) গাজীপুরের টঙ্গীতে-‘সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইমামদের ভূমিকা’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইমামদের উদ্দেশ্য এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুর কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আল আমিন মিয়ার পরিচালনায় এবং ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মো.মনজুরুল আলম মজুমদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মো. হারুনুর রশীদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জয়দেবপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের সহকারী পরিচালক কাজী মো. নজরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আল-কোরআনে সমাজ পরিচালনার বিভিন্ন বিধি বিধান রয়েছে। সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আমরা বললে মানুষ বিরত হবে না; বিশ্বাস করবে না। কিন্তু মাওলানা আব্দুর রহিম বললে অবশ্যই বিরত হবে; বিশ্বাস করবে অর্থাৎ ইমামরা বললে মেনে চলবে । এক সময় এসিড সন্ত্রাস ছিলো, এখন এটা বন্ধ হয়েছে। সরকার ইতিমধ্যেই দেশে ৩০০টি মডেল মসজিদ উদ্বোধন করেছেন । এতে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সারাদেশে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে ৭৭ হাজার শিক্ষক নিয়োজিত রয়েছে। অষ্টম পর্যায়ে এই প্রকল্পটি চালু রাখার কার্যক্রম এগিয়ে চলেছে। উপস্থিত ইমাম ও শিক্ষকদের দাবির প্রেক্ষিতে তিনি বলেন- যেহেতু সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে সেহেতু এই প্রকল্পটি রাজস্ব খাতে স্থানান্তরের বিষয়ে তিনি চেষ্টা করবেন বলে শিক্ষকদের আশ্বস্ত করেন।

ইফা মহাপরিচালক ইমামদের অনুষ্ঠানে যোগদানের পূর্বে টঙ্গীতে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি সহজ কোরআন শিক্ষা কেন্দ্র এবং একটি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। সেই সাথে তিনি সরকারের যাকাত ফান্ড বিভাগ কর্তৃক পরিচালিত যাকাত বোর্ড শিশু হাসপাতাল-টঙ্গী পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি-উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের মাস্টার ট্রেইনার মাওলানা মো. নূরে আলম।

এ আলোচনা সভায় গাজীপুর মহানগরের বিভিন্ন মসজিদের ইমাম এবং ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এমএইচটি