০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

যদি একদিন’র শুটিংয়ে তাহসান-শ্রাবন্তী

যদি একদিন, শ্রাবন্তী, মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ, তাহসান, Rtvonline

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির শেষ লটের শুটিং চলছে। এই ছবির শুটিংয়ে অংশ নিতে ঈদের পর ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

এখন ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন ছবির নায়ক তাহসান ও শ্রাবন্তী। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে কোথায় ছবির শুটিং চলছে তা জানাতে চান নি তিনি।

এই নির্মাতা বলেন, ‘গণমাধ্যমে শুটিং লোকেশন কোথায় তা জানানো হলে সাধারণ মানুষের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়। এর ফলে শুটিংয়ে বিঘ্ন ঘটে।

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘তাহসান-শ্রাবন্তীকে নিয়ে দারুণভাবে ছবির শুটিং চলছে। দর্শকদের একটি সুন্দর পরিছন্ন ছবি উপহার দেয়ার প্রয়াস থেকেই ‘যদি একদিন’ নির্মাণ করছি। আমার বিশ্বাস দর্শক ছবিটি পছন্দ করবেন।’

তাহসান বলেন, ‘ছবিটিতে একটি সুন্দর গল্প আছে। আমরা বলছি গল্পই এই ছবির নায়ক। একটা পরিবারের গল্প আছে। এছাড়া প্রেম-ভালোবাসা, গান সব কিছুই থাকছে। দর্শকের ছবিটি ভালো লাগবে আশা করছি।’

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

যদি একদিন’র শুটিংয়ে তাহসান-শ্রাবন্তী

প্রকাশিত : ১১:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুন ২০১৮

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবির শেষ লটের শুটিং চলছে। এই ছবির শুটিংয়ে অংশ নিতে ঈদের পর ঢাকায় এসেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী।

এখন ছবির শেষ লটের শুটিংয়ে অংশ নিচ্ছেন ছবির নায়ক তাহসান ও শ্রাবন্তী। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নির্মাতা। তবে কোথায় ছবির শুটিং চলছে তা জানাতে চান নি তিনি।

এই নির্মাতা বলেন, ‘গণমাধ্যমে শুটিং লোকেশন কোথায় তা জানানো হলে সাধারণ মানুষের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়। এর ফলে শুটিংয়ে বিঘ্ন ঘটে।

মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘তাহসান-শ্রাবন্তীকে নিয়ে দারুণভাবে ছবির শুটিং চলছে। দর্শকদের একটি সুন্দর পরিছন্ন ছবি উপহার দেয়ার প্রয়াস থেকেই ‘যদি একদিন’ নির্মাণ করছি। আমার বিশ্বাস দর্শক ছবিটি পছন্দ করবেন।’

তাহসান বলেন, ‘ছবিটিতে একটি সুন্দর গল্প আছে। আমরা বলছি গল্পই এই ছবির নায়ক। একটা পরিবারের গল্প আছে। এছাড়া প্রেম-ভালোবাসা, গান সব কিছুই থাকছে। দর্শকের ছবিটি ভালো লাগবে আশা করছি।’