বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা -২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন আগামী ৭ জানুয়ারি হবে ভোট উৎসব। ঐদিন দলে দলে লোক ভোট দিতে যাবে। আমরা বিএনপিকে দেখিয়ে দিতে নৌকা মার্কায় ভোট দিবে জনগণ বিএনপির সাথে নেই জনগণ আমাদের সাথেই আছে। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ।
এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন সাহা, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, সিনিয়র সহসভাপতি শফিউল আজম খান বারকু,বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিলানী মিয়া বাস্তা ইউনিয়ন চেয়ারম্যান আস্কর আলী থানা আওয়ামী লীগের সদস্য এইচ এম ওহিদুল কালিন্দী ইউনিয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও জাহিদ হাসান রনি প্রমূখ। তিনি আরো বলেন,২৮ শে অক্টোবর থেকে বিএনপি আগুন সন্ত্রাস করে দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল।
এখন তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু তারা এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। নির্বাচনী প্রচারণার সর্বশেষ এই মিছিলটি কোনাকোলা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে রামের কান্দা ইস্পাহানি ডিগ্রী কলেজ, কলাতিয়া হয়ে ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়।





















