ভারতীয় টিভি সিরিয়ালের নায়িকা আঞ্জেলি আনন্দ আর বেশি ওজন বাড়াতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। খুব শীঘ্রই তার অভিনীত ‘ঢাই কিলো প্রেম’ নামক সিরিয়াল টিভিতে আসতে চলেছে। আর সেই নাটকের জন্য আঞ্জেলি নিজের ওজন ১০৮ কেজিতে নিয়ে গেছেন।
মূলত এই সিরিয়ালের মাধ্যমে আঞ্জেলি নিজের ক্যারিয়ারের শুরু করতে যাচ্ছে। পরিচালকের কথায় তিনি নিজের ওজন ১০৮ কেজি পর্যন্ত বাড়িয়েছেন। কিন্তু পরিচালক তাকে আরও ওজন বাড়ানোর কথা বলেছেন।
আঞ্জেলি বলেন, ‘আমি আমার সারাজীবন খুব একটিভ হিসেবে বড় হয়েছি। আমি ঘোরাঘুরি এবং সাইকেল চালাতে পছন্দ করি। কিন্তু নিজের ওজন এত বেশি বৃদ্ধি করা, আমার পক্ষে সম্ভব ছিল না। তবে এই চরিত্রে অভিনয়ের জন্যে আমি ১০৮ কেজিতে রুপান্তর হয়েছি কিন্তু এর থেকে বেশি বাড়াতে গেলে হয়ত আর আগের অবস্থায় ফিরে যেতে পারব না।’

























