বলিউডে ঈদ মানেই সালমান খান। এবারের ঈদে মুক্তি পেয়েছে সালমান অভিনীত নতুন ছবি ‘রেস ৩’। আবারও বাজিমাত করেছেন সালমান। এরই মধ্যে ১৫০ কোটি টাকা ব্যবসা করে ফেলেছে ছবিটি। কিন্তু ‘বিগ বস’ খ্যাত আরশি খান ও রাখি সাওয়ান্ত এই ছবি থেকে আয় করা অর্থের অংশ দাবি করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, আরশি এবং রাখি সালমানের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছেন।
আরশি বলেন, ‘রেস ৩’ ছবির জন্য আমি অনেক প্রচারণা করেছি। আর এ কারণে আমি সালমানের কাছ থেকে ৫ কোটি টাকা চাই।’
এর কিছুক্ষণের মধ্যে আরসির সঙ্গে একসাথে গলা মেলান রাখি সাওয়ান্ত। তিনিও সালমানের কাছে ৫ কোটি টাকার দাবি করেন। রাখি সংবাদমাধ্যমকে জানান, সালমান এত টাকা দিয়ে কী করবেন। আপনি কী করে এত টাকা নিয়ে যাবেন?
এই বিষয়ে সালমান খান এখনো কিছু বলেননি। দেখার বিষয় হচ্ছে আরশি আর রাখির হাতে সালমান তাদের দাবি করা টাকা তুলে দেন কি না।

























