গতকাল ব্যাংককে অনুষ্ঠিত হল ১৯তম আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান। এই আয়োজনে চমক দেখালেন ৬৪ বছর বয়সী কিংবদন্তি অভিনেত্রী রেখা। আইফার মঞ্চে দেখা গেল রেখার নাচের জাদু। আনারকলির বেশে ‘উমরাও জান’ সিনেমার গানের স্মৃতি তাজা করলেন রেখা। ২০ বছর পর আইফার মঞ্চে নাচলেন তিনি।
রেখা তার অভিনীত সিনেমার কয়েকটি কালজয়ী গানের সঙ্গে নাচেন গতকাল। আইফার গোটা লাইমলাইট ছিনিয়ে নিয়েছিল রেখার কয়েক মিনিটের পারফরম্যান্স। ভিডিওতে দেখে নিতে পারেন তার এক ঝলক।
স্টেজে অভিনেত্রীর পারফরম্যান্স চলাকালীন দর্শকরাও ছিলেন উন্মত্ত। একটা সময় রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যাননদের মতো তারকারা মঞ্চে রেখার সঙ্গে নেচে ওঠেন।
ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ডে একমাত্র রেখার পরিবেশনার সময়ই দর্শকদের উৎসাহ তুঙ্গে ছিল। পিচ গোল্ডেন রঙের আনারকলিতে রেখাকে যেন সেই ১৯৮১ সালের ‘উমরাও জান’ এর মতো একইরকম অপরূপা লাগছিল। এ ছাড়াও ‘মুঘল-এ-আজম’ সিনেমার ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ গানের সঙ্গে নাচের জাদুতে মুগ্ধ করেন দর্শকদের। সূত্র: ডিএনএ

























