হাইকোর্টের একটি আদেশে গত ঈদে বাংলাদেশে মুক্তির তালিকায় থাকা কলকাতার ছবি ‘সুলতান’ পরে আর মুক্তি পায়নি। তবে সোমবার বিকালে বাংলাদেশে ছবিটি আমদানি প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকা প্রযোজক আব্দুল আজিজ কলকাতা থেকে জানান, ২১ জুন তথ্য মন্ত্রণালয় থেকে সাফটা চুক্তির মাধ্যমে ছবিটি বাংলাদেশে আমদানির পর মুক্তির অনুমতি পেয়েছেন তিনি। তাই চলতি সপ্তাহেই ছবিটি প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়ার ইচ্ছে রয়েছে তার।
তিনি বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ৬ জুলাই ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। তবে ‘সুলতান’ এর বিপরিতে কোন ছবিটি কলকাতায় প্রদর্শিত হবে সেটি এখনো জানি না। আর বাংলাদেশে কয়টি হলে ‘সুলতান’ মুক্তি পাবে তার সংখ্যা জানাতে একটু সময় লাগবে। তবে ছবি মুক্তির আগে যে ধরনের প্রস্তুতি লাগে, সে ধরনের সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা।’
বিদ্যা সিনহা মিম ও জিৎ অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’ কলকাতায় মুক্তি পায় গত ১৫ জুন। ছবির ট্যাগলাইন ‘দ্য সেভিয়ার’। নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। ঈদে পশ্চিমবঙ্গে শতাধিক হলে ছবিটি মুক্তি পায়।
ছবিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের তাসকিন রহমান, পায়েল মুখার্জিসহ আরও অনেকেই। ছবিটি প্রযোজনা করেছে জিৎস ফিল্মস ওয়ার্কস। প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও পরে এটি জিতের একক প্রযোজনায় নির্মিত হয়।

























