০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

ফ্যাশন উইকে সৌদি আরবের প্রথম সুপার মডেল

সৌদি আরবের সুপার মডেল তালেদাহ তামের। বয়স মাত্র ১৮ বছর। ইতোমধ্যে তিনি এখন আন্তর্জাতিক মডেল। চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হাউট ক্যুয়ার ফ্যাশন উইকে ক্যাটওয়েকেও অংশ নিতে যাচ্ছেন তিনি। মার্কিন ফ্যাশন ম্যাগাজিন হার্পারস বাজারে প্রচ্ছদে নিয়মিত ছাপা হচ্ছে তালেদাহের গ্ল্যামারময় সব ছবি। তার মডেলিংয়ের ছবিগুলো ছবি দেখে বুঝার উপায় নেই যে, তিনি একজন সৌদি নারী। কারণ সাধারণত এমন রূপে কিংবা মডেলিং জগতে সৌদি নারীদের আনাগোনা নেই বললেই চলে।

হার্পারস বাজারের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের প্রথম সুপার মডেল তালেদাহ তামের বেড়ে ওঠা হয়েছে সৌদি আরবের জেদ্দায় শহরে। তালেদাহ আন্তর্জাতিক মানের মডেল হয়ে উঠবেন, তা তিনি ছোটবেলায় কখনো ভাবেন নাই। কারণ তিনি ছোটবেলায় দেখেছনে, সৌদি নারীরা সবসময়েই মডেলিং ও গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকেন। তালেদাহ বাবা সৌদি অ্যারাবিয়ান, মা ইতালিয়ান।

তালেদাহের ইতালিও মা ক্রিশ্চিয়ানা নিজেও একজন আন্তর্জাতিক মডেল। ‘আরমানি’, ‘গিয়েনফ্র্যানকো’সহ বেশ কিছু নামিদামি ফ্যশন ব্র্যান্ডের মডেলিং করেছিলেন তালেদাহের মা। আর তালেদাহের সৌদি বাবার নাম আয়ম্যান তামের। তিনি স্বাস্থ্য সেবা, ফার্মাসিউটিক্যালস ও সৌন্দর্য বিষয়ক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তার সেই প্রতিষ্ঠানের নাম ‘তামের গ্রুপ’।

ট্যাগ :
জনপ্রিয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা

ফ্যাশন উইকে সৌদি আরবের প্রথম সুপার মডেল

প্রকাশিত : ১০:৪৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮

সৌদি আরবের সুপার মডেল তালেদাহ তামের। বয়স মাত্র ১৮ বছর। ইতোমধ্যে তিনি এখন আন্তর্জাতিক মডেল। চলতি বছর প্যারিসে অনুষ্ঠিত হাউট ক্যুয়ার ফ্যাশন উইকে ক্যাটওয়েকেও অংশ নিতে যাচ্ছেন তিনি। মার্কিন ফ্যাশন ম্যাগাজিন হার্পারস বাজারে প্রচ্ছদে নিয়মিত ছাপা হচ্ছে তালেদাহের গ্ল্যামারময় সব ছবি। তার মডেলিংয়ের ছবিগুলো ছবি দেখে বুঝার উপায় নেই যে, তিনি একজন সৌদি নারী। কারণ সাধারণত এমন রূপে কিংবা মডেলিং জগতে সৌদি নারীদের আনাগোনা নেই বললেই চলে।

হার্পারস বাজারের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের প্রথম সুপার মডেল তালেদাহ তামের বেড়ে ওঠা হয়েছে সৌদি আরবের জেদ্দায় শহরে। তালেদাহ আন্তর্জাতিক মানের মডেল হয়ে উঠবেন, তা তিনি ছোটবেলায় কখনো ভাবেন নাই। কারণ তিনি ছোটবেলায় দেখেছনে, সৌদি নারীরা সবসময়েই মডেলিং ও গ্ল্যামার জগৎ থেকে দূরে থাকেন। তালেদাহ বাবা সৌদি অ্যারাবিয়ান, মা ইতালিয়ান।

তালেদাহের ইতালিও মা ক্রিশ্চিয়ানা নিজেও একজন আন্তর্জাতিক মডেল। ‘আরমানি’, ‘গিয়েনফ্র্যানকো’সহ বেশ কিছু নামিদামি ফ্যশন ব্র্যান্ডের মডেলিং করেছিলেন তালেদাহের মা। আর তালেদাহের সৌদি বাবার নাম আয়ম্যান তামের। তিনি স্বাস্থ্য সেবা, ফার্মাসিউটিক্যালস ও সৌন্দর্য বিষয়ক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তার সেই প্রতিষ্ঠানের নাম ‘তামের গ্রুপ’।