০৫:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

রাজৈরে হত্যা মামলার আসামির বাড়ি হতে মালামাল জব্দ

মাদারীপুরের রাজৈর উপজেলার (২৫/০২/২৪)রবিবার কবিরাজপুরের কাচাবালী গ্রামের রুহুল হাওলাদারের ছেলের জাবেদ হাওলাদেরের বাড়ী থেকে রাজৈর থানার পুলিশ আদালতে নির্দেশে মালামাল জব্দ করে।
জানাযায়,পুলিশ ও মামলার বিবরণে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামের সিরাজুল ইসলাম নবীনকে হত্যা মামলার ফরিদপুর ভাংগা থানার মামলা নং০৯ তাং ০৬/১১/২২। এজাহার ভুক্ত ১৭ নং আসামী জাবেদ হাওলাদার দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার কারনে ফরিদপুরের ৩নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় এর নির্দেশে রাজৈর থানা পুলিশ আসামীর বাড়ি হতে মালামাল জব্দ করে। মালামালা হলো ১।একটি পুরাতন খাট ২।একটি পুরাতন ফ্যান ৩।একটি পুরাতন হামান দস্তা ৪।একটি পুরাতন চেয়ার। নবীনের পিতা ফারুক মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।

বিজনেস বাংলাদেশ/bh

ট্যাগ :

বীরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজৈরে হত্যা মামলার আসামির বাড়ি হতে মালামাল জব্দ

প্রকাশিত : ০৫:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

মাদারীপুরের রাজৈর উপজেলার (২৫/০২/২৪)রবিবার কবিরাজপুরের কাচাবালী গ্রামের রুহুল হাওলাদারের ছেলের জাবেদ হাওলাদেরের বাড়ী থেকে রাজৈর থানার পুলিশ আদালতে নির্দেশে মালামাল জব্দ করে।
জানাযায়,পুলিশ ও মামলার বিবরণে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন কালামৃধা ইউনিয়নের উত্তর কালামৃধা গ্রামের সিরাজুল ইসলাম নবীনকে হত্যা মামলার ফরিদপুর ভাংগা থানার মামলা নং০৯ তাং ০৬/১১/২২। এজাহার ভুক্ত ১৭ নং আসামী জাবেদ হাওলাদার দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার কারনে ফরিদপুরের ৩নং আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় এর নির্দেশে রাজৈর থানা পুলিশ আসামীর বাড়ি হতে মালামাল জব্দ করে। মালামালা হলো ১।একটি পুরাতন খাট ২।একটি পুরাতন ফ্যান ৩।একটি পুরাতন হামান দস্তা ৪।একটি পুরাতন চেয়ার। নবীনের পিতা ফারুক মাতুব্বর বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলা করেন।

বিজনেস বাংলাদেশ/bh