০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

নতুন শোরুম উদ্ধোধনে চট্রগ্রামে অপু বিশ্বাস

বানিজ্যিক শহর চট্রগ্রামে শুরু হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা ও রিমার্ক হারল্যান ব্রান্ডের এম্বাসেডর অপু বিশ্বাসের নতুন মিশন। ৬ ও ৭ মার্চ চট্রগ্রামে তিনিহারল্যান ব্রান্ডের দুটি নতুন শোরুম উদ্ধোধন করবেন ।

জানাগেছে, ইতোমধ্যে চট্রগ্রামে পৌছেছেন অপু। সেকানে ৬ মার্চ চট্রগ্রাম জিইসি মোড়ে ও ৭ মার্চ খুলশিতে রিমার্ক হারল্যান-এর দুটি শোরুম উদ্ধোধন করবেন তিনি।

এই নিয়ে অপু তার ফেসবুকে দুটি স্টিকার পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘ও মাই গড আজকে অনেক আনন্দ লাগছে প্রত্যেকটা জেলায় জেলায় হারল্যান স্টোর সাথে আমিও ব্যাপার টা কেমন না, অনেক অন্যরকম হ্যাঁ ঠিক বলছি আমার প্রাণের শহর ভালোবাসার শহর চিটাগাংয়ে হারল্যান স্টোর আমি শুরু করলাম, আমি চাইবো শহরের কোনায় কোনায় হারল্যান স্টোর হবে প্রিয় শহর চট্টগ্রামে।

দুটি শোরুম উদ্ধোধন অনুষ্ঠানে অপুর সঙ্গে রয়েছেন জনপ্রিয় নায়ক ও রিমার্ক হারল্যান ব্রান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন।
সুপারস্টার শাকিব খান ও রয়েছেন রিমার্ক ও হারল্যানের সাথে।

অভিনয়শিল্পীর পাশাপাশি অপু বিশ্বাস এখন একই সঙ্গে একজন প্রযোজক, এবং ব্যবসায়ী। বিভিন্ন সময় প্রায়ই তাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনে দেখা যায়।

 

জনপ্রিয়

পুলিশের কল্যাণে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা

নতুন শোরুম উদ্ধোধনে চট্রগ্রামে অপু বিশ্বাস

প্রকাশিত : ০৫:৪০:০৯ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪

বানিজ্যিক শহর চট্রগ্রামে শুরু হচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা ও রিমার্ক হারল্যান ব্রান্ডের এম্বাসেডর অপু বিশ্বাসের নতুন মিশন। ৬ ও ৭ মার্চ চট্রগ্রামে তিনিহারল্যান ব্রান্ডের দুটি নতুন শোরুম উদ্ধোধন করবেন ।

জানাগেছে, ইতোমধ্যে চট্রগ্রামে পৌছেছেন অপু। সেকানে ৬ মার্চ চট্রগ্রাম জিইসি মোড়ে ও ৭ মার্চ খুলশিতে রিমার্ক হারল্যান-এর দুটি শোরুম উদ্ধোধন করবেন তিনি।

এই নিয়ে অপু তার ফেসবুকে দুটি স্টিকার পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘ও মাই গড আজকে অনেক আনন্দ লাগছে প্রত্যেকটা জেলায় জেলায় হারল্যান স্টোর সাথে আমিও ব্যাপার টা কেমন না, অনেক অন্যরকম হ্যাঁ ঠিক বলছি আমার প্রাণের শহর ভালোবাসার শহর চিটাগাংয়ে হারল্যান স্টোর আমি শুরু করলাম, আমি চাইবো শহরের কোনায় কোনায় হারল্যান স্টোর হবে প্রিয় শহর চট্টগ্রামে।

দুটি শোরুম উদ্ধোধন অনুষ্ঠানে অপুর সঙ্গে রয়েছেন জনপ্রিয় নায়ক ও রিমার্ক হারল্যান ব্রান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ইমন।
সুপারস্টার শাকিব খান ও রয়েছেন রিমার্ক ও হারল্যানের সাথে।

অভিনয়শিল্পীর পাশাপাশি অপু বিশ্বাস এখন একই সঙ্গে একজন প্রযোজক, এবং ব্যবসায়ী। বিভিন্ন সময় প্রায়ই তাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনে দেখা যায়।