১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নগদ অর্থ লুট, আহত ৩

মেহেন্দিগঞ্জের রোজ বৃহস্পতিবার ১৮/০৪/২৪ ইং তারিখে সকাল ৯ টায় শ্রীপুর বাজার মেসার্স মুন্সি ট্রেডার্স প্রোপাইটার মোঃ তুহিন বেপার( ৩৮) পিতা মৃতঃরশিদ বেপারী সাং বাহেরচর, হানিফ মাঝি(৩১).পিতাঃ হোসেন মাঝি সাং শ্রীপুর, রাসেল গাজী( ৩৩) পিতাঃ শাজাহান গাজী সাং মিয়ারচর এই দুইজন সহ আরও যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান পাটনার রয়েছে । এ প্রতিষ্ঠানে দাবী কৃত চাঁদা টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ব্যবসায়ী ২ জনকে গুরুতর আহত করে, নগদ অর্থ ৪,৫০,০০০ টাকা লুটপাট করে নিয়েছে আহত ব্যবসায়ী অভিযোগ। এই ঘটনা খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইয়াছিনুল হক’র নির্দেশে এস আই মোঃ আনোয়ার হোসেন ও এসআই মোঃ হাসান ঘটনাস্থলের পরিদর্শনে যান। অপরদিকে হামলাকারী গাফফার শেখের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও পাওয়া যায়নি । স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দাবি যে ব্যবসায়ী মোঃ তুহিন বেপারী , হানিফ মাঝি ও রাসেল গাজী তিন জনকে আহত করে তার দোকান ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করায় স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসী এগিয়ে আসলে , গাফফার শেখের সন্ত্রাসী বাহিনী সহ স্থান ত্যাগ করেন । আহতরা বর্তমানে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি। আহত পরিবার জানায় মামলার প্রস্তুতি চলছে ।

বিজনেস বাংলাদেশ/BH

 

ট্যাগ :

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নগদ অর্থ লুট, আহত ৩

প্রকাশিত : ০৯:৪৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

মেহেন্দিগঞ্জের রোজ বৃহস্পতিবার ১৮/০৪/২৪ ইং তারিখে সকাল ৯ টায় শ্রীপুর বাজার মেসার্স মুন্সি ট্রেডার্স প্রোপাইটার মোঃ তুহিন বেপার( ৩৮) পিতা মৃতঃরশিদ বেপারী সাং বাহেরচর, হানিফ মাঝি(৩১).পিতাঃ হোসেন মাঝি সাং শ্রীপুর, রাসেল গাজী( ৩৩) পিতাঃ শাজাহান গাজী সাং মিয়ারচর এই দুইজন সহ আরও যৌথ ব্যবসায় প্রতিষ্ঠান পাটনার রয়েছে । এ প্রতিষ্ঠানে দাবী কৃত চাঁদা টাকা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, ব্যবসায়ী ২ জনকে গুরুতর আহত করে, নগদ অর্থ ৪,৫০,০০০ টাকা লুটপাট করে নিয়েছে আহত ব্যবসায়ী অভিযোগ। এই ঘটনা খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইয়াছিনুল হক’র নির্দেশে এস আই মোঃ আনোয়ার হোসেন ও এসআই মোঃ হাসান ঘটনাস্থলের পরিদর্শনে যান। অপরদিকে হামলাকারী গাফফার শেখের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ চেষ্টা করেও পাওয়া যায়নি । স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী দাবি যে ব্যবসায়ী মোঃ তুহিন বেপারী , হানিফ মাঝি ও রাসেল গাজী তিন জনকে আহত করে তার দোকান ভাঙচুর ও নগদ অর্থ লুটপাট করায় স্থানীয় ব্যবসায়ী এলাকাবাসী এগিয়ে আসলে , গাফফার শেখের সন্ত্রাসী বাহিনী সহ স্থান ত্যাগ করেন । আহতরা বর্তমানে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি। আহত পরিবার জানায় মামলার প্রস্তুতি চলছে ।

বিজনেস বাংলাদেশ/BH