০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

রাজনৈতিক প্রতিহিংসায় বিগত পাঁচটি বছর জনগনের পাশে থাকতে পারে‌নি

রাজনৈতিক প্রতিহিংসায় বিগত পাঁচটি বছর জনগনের পাশে থাকতে পারে‌নি মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি।

শুক্রবার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উপজেলা আওয়ামিলীগের সদস্য লুৎফর সরদারের বাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আরিফা আক্তার বীথির স্বামী ড. এনামূল হকের ১৯৯০ এস এস সি ব্যচের সকল বন্ধু বান্ধব ও সিনিয়র জুনিযর ভাই সহ এলাকার মুরুব্বিদের নিয়ে আগামি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন সংক্রান্ত ব্যাপারে এক বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত আলোচ্য বৈঠকে উপস্হিত ছিলেন আওয়মিলীগ নেতা জনাব লুৎফর সরদার সাবেক মেযর জনাব এনায়েত হোসের হাওলাদার সাবের ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ জনাব ইলিয়াজ হোসেন, বি.এম.হানিফ বেল্লাল হোসেন কামরুজ্জামান তুহিন মনির হোসেন,কামান হোসেন,রিপন দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন,ইউসুফ জান সুফিয়ান সহ আরও অনেকে।
এ সময় আরিফা আক্তার বীথি বলেন, বিগত পাঁচ বছর আগে কালকিনি উপজেলার সর্বাস্তরের জনগন আমাকে বিপূল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন আমার ইচ্ছা থাকা সত্বেও রাজনৈতিক চাপে স্হানীয় সংসদ সদস্যের দেয়া তেমন কোন সরকারী অনুদান হাতে নিয়ে জনগনের পাশে দাঁড়াতে পারিনী যতটুকু চেস্টা করেছি নিজের তহবিল থেকে।
সন্তোস জনক ভাবে কিছু করতে না পারায় এ নিয়ে কালকিনি উপজেলা বাসী আমার উপর অভিমান করে আছেন এটা আমি অস্বিকার করবো না।

আগামি উপজেলা নির্বাচনে আমি পূনরায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

যাহাতে পূনরায় আগামি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাকে পূনরায় নির্বাচিত করে বর্তমান আমাদের নির্বাচিত মাদারীপুর-৩ এর এমপি তাহমিনা আপার হাত ধরে আপনাদের পাশে থেকে একটু সেবা করতে পারি এই প্রত্যাশা টুকুই করছি কালকিনি উপজেলা বাসীর কাছে।

 

ট্যাগ :

রাজনৈতিক প্রতিহিংসায় বিগত পাঁচটি বছর জনগনের পাশে থাকতে পারে‌নি

প্রকাশিত : ০৯:০৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

রাজনৈতিক প্রতিহিংসায় বিগত পাঁচটি বছর জনগনের পাশে থাকতে পারে‌নি মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বীথি।

শুক্রবার মাদারীপুর জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উপজেলা আওয়ামিলীগের সদস্য লুৎফর সরদারের বাড়ীতে মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আরিফা আক্তার বীথির স্বামী ড. এনামূল হকের ১৯৯০ এস এস সি ব্যচের সকল বন্ধু বান্ধব ও সিনিয়র জুনিযর ভাই সহ এলাকার মুরুব্বিদের নিয়ে আগামি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন সংক্রান্ত ব্যাপারে এক বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত আলোচ্য বৈঠকে উপস্হিত ছিলেন আওয়মিলীগ নেতা জনাব লুৎফর সরদার সাবেক মেযর জনাব এনায়েত হোসের হাওলাদার সাবের ছাত্রলীগ নেতা মশিউর রহমান সবুজ জনাব ইলিয়াজ হোসেন, বি.এম.হানিফ বেল্লাল হোসেন কামরুজ্জামান তুহিন মনির হোসেন,কামান হোসেন,রিপন দপ্তর সম্পাদক বেল্লাল হোসেন,ইউসুফ জান সুফিয়ান সহ আরও অনেকে।
এ সময় আরিফা আক্তার বীথি বলেন, বিগত পাঁচ বছর আগে কালকিনি উপজেলার সর্বাস্তরের জনগন আমাকে বিপূল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলেন আমার ইচ্ছা থাকা সত্বেও রাজনৈতিক চাপে স্হানীয় সংসদ সদস্যের দেয়া তেমন কোন সরকারী অনুদান হাতে নিয়ে জনগনের পাশে দাঁড়াতে পারিনী যতটুকু চেস্টা করেছি নিজের তহবিল থেকে।
সন্তোস জনক ভাবে কিছু করতে না পারায় এ নিয়ে কালকিনি উপজেলা বাসী আমার উপর অভিমান করে আছেন এটা আমি অস্বিকার করবো না।

আগামি উপজেলা নির্বাচনে আমি পূনরায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।

যাহাতে পূনরায় আগামি উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমাকে পূনরায় নির্বাচিত করে বর্তমান আমাদের নির্বাচিত মাদারীপুর-৩ এর এমপি তাহমিনা আপার হাত ধরে আপনাদের পাশে থেকে একটু সেবা করতে পারি এই প্রত্যাশা টুকুই করছি কালকিনি উপজেলা বাসীর কাছে।