০৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

স্মার্ট বিজিএপিএমইএ গড়তে একটিভ মেম্বার্স ইউনিয়নের অঙ্গীকার

তৈরি পোশাকশিল্পে সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএ’কে একটি স্মার্ট ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে লড়তে যাওয়া প্যানেল- একটিভ মেম্বারস ইউনিয়ন। প্যানেলের নেতারা বলেছেন, আগামী ১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হলে এটি হবে তাদের প্রথম পদক্ষেপ।

বুধবার রাতে ঢাকার রেডসিন ব্লুতে বিজিএপিএমইএ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন।

প্যানেল নেতা ও পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম বলেন, আমরা তৈরি পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। মোট ৪৭ বিলিয়ন পোশাক রপ্তানির ১৮ শতাংশ এ খাতের। নির্বাচিত হলে আমরা একটি স্মার্ট এবং যোগ্য সংগঠন গড়ে তুলবো।

‘নো সিলেকশন, অনলি ইলেকশন’ উল্লেখ করে তিনি সেখানে বেশ কিছু প্রতিশ্রুতিও দেন। বলেন, জয়ী হলে কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পেতে একটি মনিটরিং সেল তৈরি করব, বর্তমান ১ বছর থেকে বন্ড সুবিধার মেয়াদ ৩ বছর বাড়ানোর চেষ্টা করব, নারায়ণগঞ্জ অঞ্চলের জন্য বিশেষ জোন এবং পণ্যের বৈচিত্র্য আনা ও নতুন বাজার খোঁজ করতে একটি গবেষণা সেল তৈরি করব।

প্যানেলের কোর কমিটির প্রধান ও ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ বলেন, জয়ী হলে এ খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হবে মূল লক্ষ্য। সদস্যদের কাস্টমস, বন্ড, রপ্তানিতে প্রণোদনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সৎ ও দক্ষ ব্যবসায়ীকে ভোট দেবেন। যারা সরকারের সাথে ব্যবসার স্বার্থে আলোচনা করেত সক্ষম তাদের ভোট দেবেন।

তিনি বলেন, এটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তবে কেউ কোনো ভোটে কোনো অনিয়ম দেখতে পেলে জানাবেন। অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচিও সিদ্দিকুর রহমানের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, শিল্পের বিকাশ এবং দেশের অর্থনীতির উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই গতিশীল নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন, বিজিএমইএ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, বিজিএপিএমইএর সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ। এসময় ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ এবং বিজিএপিএমইএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/DS

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

স্মার্ট বিজিএপিএমইএ গড়তে একটিভ মেম্বার্স ইউনিয়নের অঙ্গীকার

প্রকাশিত : ১২:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

তৈরি পোশাকশিল্পে সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএ’কে একটি স্মার্ট ব্যবসায়ী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে লড়তে যাওয়া প্যানেল- একটিভ মেম্বারস ইউনিয়ন। প্যানেলের নেতারা বলেছেন, আগামী ১১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে জয়ী হলে এটি হবে তাদের প্রথম পদক্ষেপ।

বুধবার রাতে ঢাকার রেডসিন ব্লুতে বিজিএপিএমইএ সদস্যদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে তারা এ প্রতিশ্রুতি দেন।

প্যানেল নেতা ও পলি প্ল্যান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুল আলম বলেন, আমরা তৈরি পোশাক রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। মোট ৪৭ বিলিয়ন পোশাক রপ্তানির ১৮ শতাংশ এ খাতের। নির্বাচিত হলে আমরা একটি স্মার্ট এবং যোগ্য সংগঠন গড়ে তুলবো।

‘নো সিলেকশন, অনলি ইলেকশন’ উল্লেখ করে তিনি সেখানে বেশ কিছু প্রতিশ্রুতিও দেন। বলেন, জয়ী হলে কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস পেতে একটি মনিটরিং সেল তৈরি করব, বর্তমান ১ বছর থেকে বন্ড সুবিধার মেয়াদ ৩ বছর বাড়ানোর চেষ্টা করব, নারায়ণগঞ্জ অঞ্চলের জন্য বিশেষ জোন এবং পণ্যের বৈচিত্র্য আনা ও নতুন বাজার খোঁজ করতে একটি গবেষণা সেল তৈরি করব।

প্যানেলের কোর কমিটির প্রধান ও ব্রিটানিয়া লেবেল বিডি লিমিটেডেরে ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ বলেন, জয়ী হলে এ খাতের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করাই হবে মূল লক্ষ্য। সদস্যদের কাস্টমস, বন্ড, রপ্তানিতে প্রণোদনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের চেষ্টা থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা সৎ ও দক্ষ ব্যবসায়ীকে ভোট দেবেন। যারা সরকারের সাথে ব্যবসার স্বার্থে আলোচনা করেত সক্ষম তাদের ভোট দেবেন।

তিনি বলেন, এটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। তবে কেউ কোনো ভোটে কোনো অনিয়ম দেখতে পেলে জানাবেন। অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচিও সিদ্দিকুর রহমানের বক্তব্যকে সমর্থন করেন। তিনি বলেন, শিল্পের বিকাশ এবং দেশের অর্থনীতির উন্নতির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তাই গতিশীল নেতৃত্ব এখানে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন, বিজিএমইএ সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব, বিজিএপিএমইএর সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন প্রমুখ। এসময় ঢাকা ও চট্টগ্রামের বিজিএমইএ, বিকেএমইএ, বিজিবিএ এবং বিজিএপিএমইএ’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/DS