আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৪ জুলাই পাবনায় আগমন উপলক্ষে সুজানগর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জুলাই) সকালে আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহিনের পরিচলনায় বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল গফুর, গোলাম রসুল, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, আনসার হাজারী, হাবিবুর রহমান, আব্দুল মজিদ মন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, প্রচার সম্পাদক রবিউল হক টুটুল, কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, যুবলীগের সভাপতি আবু সাইদ, পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাধারণ সম্পাদক শেখ তুষার, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি এসএম সোহাগ হোসেন প্রমুখ।






















