১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আইনি ঝামেলা থেকে রক্ষা নেই সালমানের

আইনি ঝামেলা থেকে যেন কিছুতেই রক্ষা পান না সালমান খান। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তার মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্মহাউসকে কেন্দ্র করে।

জানা গেছে, যে জায়গায় তার এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বনদফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সালমান খান ও তার পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে সেই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এক প্রবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন তার এই ফার্মহাউসটি বানানো হয়েছে বনদফতরের আইন ভেঙে। বনদফতরের আইন ছাড়াও এই নির্মাণের কারণে অন্য সব আইনও লঙ্ঘন কয়ার হয়েছে বলে দাবি করেন তিনি।

সেই নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ভাবা হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই উল্লেখ করা আছে নোটিশে। ফার্মহাউসের মালিকানায় রয়েছেন সালমান খান ছাড়াও তার বাবা সেলিম খান, ভাই আরবাজ খান, সোহেল খান, বোন অর্পিতা এবং আলভিরা খান, ও মা হেলেনের।

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

আইনি ঝামেলা থেকে রক্ষা নেই সালমানের

প্রকাশিত : ১২:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৯ জুলাই ২০১৮

আইনি ঝামেলা থেকে যেন কিছুতেই রক্ষা পান না সালমান খান। একের পর আইনি নোটিশ পেয়েই চলেছেন তিনি। এবার ঝামেলার সূত্রপাত তার মহারাষ্ট্রের রায়গড় জেলার পানভেলের ফার্মহাউসকে কেন্দ্র করে।

জানা গেছে, যে জায়গায় তার এই ফার্ম হাউসটি রয়েছে সেটি বনদফতরের অধীনে। আর এই অবৈধ নির্মাণের অভিযোগেই সালমান খান ও তার পরিবারকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র বনদফতর। সাত দিনের মধ্যে সেই নোটিশের জবাব না দিলে খান পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এক প্রবাসী ভারতীয় অভি‌যোগ করেছেন তার এই ফার্মহাউসটি বানানো হয়েছে বনদফতরের আইন ভেঙে। বনদফতরের আইন ছাড়াও এই নির্মাণের কারণে অন্য সব আইনও লঙ্ঘন কয়ার হয়েছে বলে দাবি করেন তিনি।

সেই নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে জবাব না দেওয়া হলে, মালিকপক্ষের কিছু বলার নেই বলে ভাবা হবে। এক্ষেত্রে আইন অনু‌যায়ী উপযুক্ত ব্যবস্থাও নেওয়া হবে এমনটাই উল্লেখ করা আছে নোটিশে। ফার্মহাউসের মালিকানায় রয়েছেন সালমান খান ছাড়াও তার বাবা সেলিম খান, ভাই আরবাজ খান, সোহেল খান, বোন অর্পিতা এবং আলভিরা খান, ও মা হেলেনের।