০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

বীর‌মোহন উচ্চ বিদ‌্যালয় শিক্ষার মান উন্নয়নে উম্মুক্ত অভিভাবক সমাবেশ

মাদারীপু‌রের ডাসার উপজেলার বীর‌মোহন উচ্চ বিদ্যালয় মা‌ঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীর‌মোহন উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বুধবার সকা‌লে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর‌মোহন উচ্চ বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি মোঃ সাঈদ আহ‌মে‌দ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারক, নব‌নির্বা‌চিত উপ‌জেলা চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,বীরমোহন উচ্চ বিদ‌্যালয়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি কাজী আব্দুস সবুর,ডাসার উপ‌জেলা আওয়ামীলী‌গের সদস‌্য স‌চিব কাজী মাহামুদুল হাসান দোদুল,কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সো‌হেল রানা মিঠু,ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মোঃ লুৎফর সরদার,সা‌বেক সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেন। এ সময় প্রধান অ‌তি‌থি এম‌পি তাহ‌মিনা বেগম ব‌লেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোজ খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এ জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ক‌য়েক মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় বক্তব‌্য রাখেন অভিভাবক মোঃ ফি‌রোজ হাওলাদার তিতু,অ‌ভিভাবক ই‌লিয়াস হো‌সেন,এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন অ‌ভিভাবক সদস‌্য ফি‌রোজ হাওলাদার,হা‌কিম তালুকদার,সত্তার আকন,নান্নু খান,বেবী খানম প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

বীর‌মোহন উচ্চ বিদ‌্যালয় শিক্ষার মান উন্নয়নে উম্মুক্ত অভিভাবক সমাবেশ

প্রকাশিত : ১২:০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

মাদারীপু‌রের ডাসার উপজেলার বীর‌মোহন উচ্চ বিদ্যালয় মা‌ঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীর‌মোহন উচ্চ বিদ‌্যালয়ের শিক্ষার মান উন্নয়নে বুধবার সকা‌লে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর‌মোহন উচ্চ বিদ‌্যাল‌য়ের সভাপ‌তি মোঃ সাঈদ আহ‌মে‌দ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-৩ আস‌নের সংসদ সদস‌্য অধ‌্যা‌পিকা তাহ‌মিনা বেগম।বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারক, নব‌নির্বা‌চিত উপ‌জেলা চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক তৌ‌ফিকুজ্জামান শা‌হিন,বীরমোহন উচ্চ বিদ‌্যালয়ের ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সা‌বেক সভাপ‌তি কাজী আব্দুস সবুর,ডাসার উপ‌জেলা আওয়ামীলী‌গের সদস‌্য স‌চিব কাজী মাহামুদুল হাসান দোদুল,কাল‌কি‌নি উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক সো‌হেল রানা মিঠু,ছাত্রলী‌গের সা‌বেক সভাপ‌তি মোঃ লুৎফর সরদার,সা‌বেক সাধারণ সম্পাদক ই‌লিয়াস হো‌সেন। এ সময় প্রধান অ‌তি‌থি এম‌পি তাহ‌মিনা বেগম ব‌লেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোজ খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না। প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশীলন করতে হবে। এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এ জন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ক‌য়েক মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে।

এ সময় বক্তব‌্য রাখেন অভিভাবক মোঃ ফি‌রোজ হাওলাদার তিতু,অ‌ভিভাবক ই‌লিয়াস হো‌সেন,এ সময় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন অ‌ভিভাবক সদস‌্য ফি‌রোজ হাওলাদার,হা‌কিম তালুকদার,সত্তার আকন,নান্নু খান,বেবী খানম প্রমুখ।