০২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪

কাল‌কি‌নি‌তে শিক্ষক‌দের প্রাথ‌মিক প্র‌শিক্ষণ সমাপনী অনুষ্ঠান

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষক‌দের ১৫ দিন ব‌্যাপী প্রাথ‌মিক প্র‌শিক্ষণ ও ৩২ জন প্র‌শিক্ষক‌দের মা‌ঝে বৃহস্প‌তিবার ২৩ মে সকা‌লে উপ‌জেলা আই‌সি‌টি ট্রে‌নিং এন্ড রি‌সোর্স সেন্টার ফর এড‌কেশন রু‌মে কাল‌কি‌নি পাইলট বালিকা বিদ‌্যালয় এন্ড ক‌লে‌জের ইং‌রে‌জি শিক্ষক মোঃ শহীদুল ইসলা‌মের সঞ্চালনায় ও উপ‌জেলা সহকা‌রি প্রোমার অ‌ফিসার প্রদীপ চাকম‌ার সভাপ‌তি‌ত্বে শিক্ষক‌দের প্রাথ‌মিক প্র‌শিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সা‌র্টি‌ফি‌কেট প্রদান করা হ‌য়ে‌ছে।

এ সময় প্রধান অ‌তি‌থি কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দাশ তার পরামর্শমূলক,গুরুত্বপূর্ণ বক্তব‌্য ও ৩২ প্র‌শিক্ষক‌দের মা‌ঝে সা‌র্টি‌ফি‌কেট প্রদান ক‌রেন।

এ সময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সোনালী ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক মোঃ কাইয়ুম আলী,উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার স্বপ্না আক্তার প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয়

কাল‌কি‌নি‌তে শিক্ষক‌দের প্রাথ‌মিক প্র‌শিক্ষণ সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত : ১২:১০:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষক‌দের ১৫ দিন ব‌্যাপী প্রাথ‌মিক প্র‌শিক্ষণ ও ৩২ জন প্র‌শিক্ষক‌দের মা‌ঝে বৃহস্প‌তিবার ২৩ মে সকা‌লে উপ‌জেলা আই‌সি‌টি ট্রে‌নিং এন্ড রি‌সোর্স সেন্টার ফর এড‌কেশন রু‌মে কাল‌কি‌নি পাইলট বালিকা বিদ‌্যালয় এন্ড ক‌লে‌জের ইং‌রে‌জি শিক্ষক মোঃ শহীদুল ইসলা‌মের সঞ্চালনায় ও উপ‌জেলা সহকা‌রি প্রোমার অ‌ফিসার প্রদীপ চাকম‌ার সভাপ‌তি‌ত্বে শিক্ষক‌দের প্রাথ‌মিক প্র‌শিক্ষণ সমাপনী অনুষ্ঠান ও সা‌র্টি‌ফি‌কেট প্রদান করা হ‌য়ে‌ছে।

এ সময় প্রধান অ‌তি‌থি কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দাশ তার পরামর্শমূলক,গুরুত্বপূর্ণ বক্তব‌্য ও ৩২ প্র‌শিক্ষক‌দের মা‌ঝে সা‌র্টি‌ফি‌কেট প্রদান ক‌রেন।

এ সময় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সোনালী ব‌্যাং‌কের ব‌্যবস্থাপক মোঃ কাইয়ুম আলী,উপ‌জেলা একা‌ডে‌মিক সুপারভাইজার স্বপ্না আক্তার প্রমুখ।