০৬:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

তামাক বিরোধী প্রশিক্ষণ ও শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট এস.ডি.‌জি)স্থানীয়করণ এবং প্রাথ‌মিক শিক্ষার মা‌ন্নোয়ন নি‌শ্চিতকর‌ণে অনগ্রসর জন‌গোষ্ঠীর(বে‌দে পল্লী)প্রাথ‌মিক বিদ‌্যালয় পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী‌দের মা‌ঝে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দা‌শের নিজস্ব অর্থ‌্যায়‌নে আগামী ০৬ মা‌সের জন‌্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় কাল‌কি‌নি ১নং সরকা‌রি ম‌ডেল প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষিকা হোস‌নেয়ারা বেগম, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপ‌স্থিত ছি‌লেন।

সোমবার (১০জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রু‌মে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দা‌শের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ‌মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ মুমসাদী ইসলাম ইভা এ সময় বিশেষ অতিথি ছিলেন কাল‌কি‌নি সহকারী কমিশনার (ভূমি)মোঃ জা‌কির হো‌সেন,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মিল্টন বিশ্বাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন,সমাজ সেবা অ‌ফিসার রা‌শেদুল ইসলাম,যুব উন্নয়ন অ‌ফিসার মোঃ শাহআলম আরও উপস্থিত ছিলেন কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মির প্রধান শিক্ষক বি.এম. হেমা‌য়েত হো‌সেন,সরকারী ম‌ডেল পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খ‌লিলুর রহমান,কাল‌কি‌নি পাইলট বা‌লিকা বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সু‌রেশ গাইন,শিকারমঙ্গল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সে‌লিম মিয়া প্রমুখ।

প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।

ট্যাগ :

তামাক বিরোধী প্রশিক্ষণ ও শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত : ০৮:০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট এস.ডি.‌জি)স্থানীয়করণ এবং প্রাথ‌মিক শিক্ষার মা‌ন্নোয়ন নি‌শ্চিতকর‌ণে অনগ্রসর জন‌গোষ্ঠীর(বে‌দে পল্লী)প্রাথ‌মিক বিদ‌্যালয় পড়ুয়া ৩০ জন শিক্ষার্থী‌দের মা‌ঝে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দা‌শের নিজস্ব অর্থ‌্যায়‌নে আগামী ০৬ মা‌সের জন‌্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় কাল‌কি‌নি ১নং সরকা‌রি ম‌ডেল প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষিকা হোস‌নেয়ারা বেগম, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপ‌স্থিত ছি‌লেন।

সোমবার (১০জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রু‌মে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দা‌শের সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন ‌মে‌ডি‌কেল অ‌ফিসার ডাঃ মুমসাদী ইসলাম ইভা এ সময় বিশেষ অতিথি ছিলেন কাল‌কি‌নি সহকারী কমিশনার (ভূমি)মোঃ জা‌কির হো‌সেন,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার মিল্টন বিশ্বাস,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন,সমাজ সেবা অ‌ফিসার রা‌শেদুল ইসলাম,যুব উন্নয়ন অ‌ফিসার মোঃ শাহআলম আরও উপস্থিত ছিলেন কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মির প্রধান শিক্ষক বি.এম. হেমা‌য়েত হো‌সেন,সরকারী ম‌ডেল পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খ‌লিলুর রহমান,কাল‌কি‌নি পাইলট বা‌লিকা বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সু‌রেশ গাইন,শিকারমঙ্গল মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক সে‌লিম মিয়া প্রমুখ।

প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।