০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

ক্যামেরার সামনে কাঁদলেন ‘কমেডি কুইন’

কেঁদে ফেললেন ভারতী সিং। ক্যামেরার সামনে প্রকাশ্যে হাউ মাউ করে কেঁদে ভাসালেন টেলিভিশনের ‘কমেডি কুইন’। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য তবে অন্যভাবে।

জানা গেছে, ভারতী সিং শুধু যে কমেডি করতে পারেন, তাই নয়, ‘সিরিয়াস’ অভিনয়ও করতে পারেন তিনি। নিজের দক্ষতা বোঝাতেই ক্যামেরার শরণাপন্ন হয়ে অভিনয় করে দেখান ভারতী। পাশাপাশি ‘হামারি আধুরি কাহানি’-র গানেই পোজ দিতে দেখা যায় ভারতী সিং-কে।

ছোটবেলার বন্ধু হর্ষ লিম্বাচিয়াকে সম্প্রতি বিয়ে করেন ‘কমেডি কুইন’ ভারতী সিং। গোয়াতেই বসে ভারতী এবং হর্ষের বিয়ের আসর। যেখানে হাজির ছিলেন টেলিভিশন জগতের একাধিক বড় অভিনেতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার সামলে ফের ক্যামেরার সামনে ফিরে আসেন ভারতী সিং। জিনিউজ

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান

ক্যামেরার সামনে কাঁদলেন ‘কমেডি কুইন’

প্রকাশিত : ০৭:০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

কেঁদে ফেললেন ভারতী সিং। ক্যামেরার সামনে প্রকাশ্যে হাউ মাউ করে কেঁদে ভাসালেন টেলিভিশনের ‘কমেডি কুইন’। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য তবে অন্যভাবে।

জানা গেছে, ভারতী সিং শুধু যে কমেডি করতে পারেন, তাই নয়, ‘সিরিয়াস’ অভিনয়ও করতে পারেন তিনি। নিজের দক্ষতা বোঝাতেই ক্যামেরার শরণাপন্ন হয়ে অভিনয় করে দেখান ভারতী। পাশাপাশি ‘হামারি আধুরি কাহানি’-র গানেই পোজ দিতে দেখা যায় ভারতী সিং-কে।

ছোটবেলার বন্ধু হর্ষ লিম্বাচিয়াকে সম্প্রতি বিয়ে করেন ‘কমেডি কুইন’ ভারতী সিং। গোয়াতেই বসে ভারতী এবং হর্ষের বিয়ের আসর। যেখানে হাজির ছিলেন টেলিভিশন জগতের একাধিক বড় অভিনেতা। বিয়ের পর বেশ কিছুদিন সংসার সামলে ফের ক্যামেরার সামনে ফিরে আসেন ভারতী সিং। জিনিউজ