১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বরিশালে বাস চাপায় বেকারী শ্রমিক নিহত

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় টেক্সটাইল মোড়ে ফরচুন সু ফ্যাক্টুরির বাসের চাপায় মো. জসিম হাং (৩৫) নামে এক বেকারী শ্রমিক নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার মেয়েও আহত হয়। আহত অবস্থায় মেয়েকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জসিম জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের মৃত সত্তার হাং এর ছেলে। জসিম বর্তমানে ওই এলাকার কানু মিয়ার বাসায় ভাড়া থাকে।

রবিবার রাত পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়েছে।

স্থানীয়রা জানান, বিসিক শিল্প নগরীর আলআমিন বেকারির শ্রমিক মো. জসিম হাং (৩৫) তার মেয়েকে নিয়ে মূল রাস্তার পাশে লাইট পোষ্টের সাথে দাড়িয়ে ছিল। ওই সময় পিছনে থেকে আসা ফরচুন সু কোম্পানি শ্রমিক বহনকারী একটি বাস এসে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কঙ্গোতে কোলটান খনি ধসে নিহত অন্তত ২০০

বরিশালে বাস চাপায় বেকারী শ্রমিক নিহত

প্রকাশিত : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮

বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় টেক্সটাইল মোড়ে ফরচুন সু ফ্যাক্টুরির বাসের চাপায় মো. জসিম হাং (৩৫) নামে এক বেকারী শ্রমিক নিহত হয়েছে। এ সময় সঙ্গে থাকা তার মেয়েও আহত হয়। আহত অবস্থায় মেয়েকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জসিম জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট গ্রামের মৃত সত্তার হাং এর ছেলে। জসিম বর্তমানে ওই এলাকার কানু মিয়ার বাসায় ভাড়া থাকে।

রবিবার রাত পৌনে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। তবে ঘাতক বাসের চালক ও হেলপার পালিয়েছে।

স্থানীয়রা জানান, বিসিক শিল্প নগরীর আলআমিন বেকারির শ্রমিক মো. জসিম হাং (৩৫) তার মেয়েকে নিয়ে মূল রাস্তার পাশে লাইট পোষ্টের সাথে দাড়িয়ে ছিল। ওই সময় পিছনে থেকে আসা ফরচুন সু কোম্পানি শ্রমিক বহনকারী একটি বাস এসে তাদের চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।