০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার পর পরিবর্তনের হাওয়া বইছে ক্রীড়াঙ্গনে। কারণ, ১৬ বছর ঘরে ক্ষমতা থাকা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এতদিন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ন্ত্রণ করে আসছিল। তবে বর্তমানে অধিকাংশ কর্মকর্তারাই আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে অন্যতম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন। এই ঘটনার পরই বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এবার সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সোমবার (১৯ আগস্ট) এনএসসির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন জালাল ইউনুস।

জানা গেছে, আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন জালাল ইউনুস। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তাকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

দশম গ্রেড বাস্তবায়নে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি

বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস

প্রকাশিত : ০২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার পর পরিবর্তনের হাওয়া বইছে ক্রীড়াঙ্গনে। কারণ, ১৬ বছর ঘরে ক্ষমতা থাকা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এতদিন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ন্ত্রণ করে আসছিল। তবে বর্তমানে অধিকাংশ কর্মকর্তারাই আত্মগোপনে রয়েছে। তাদের মধ্যে অন্যতম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন। এই ঘটনার পরই বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

এবার সেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। সোমবার (১৯ আগস্ট) এনএসসির কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন জালাল ইউনুস।

জানা গেছে, আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে যাননি তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেছিলেন জালাল ইউনুস। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তাকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

বিজনেস বাংলাদেশ/একে