০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

মাজনুনের সঙ্গে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন অপর্ণা ঘোষ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
  • 212

বাংলাদেশের অভিনয় জগতের পরিচিত মুখ অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। ২০১৭ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ‘ভুবন মাঝি’ ছবিতেও তাদের অভিনয় করেতে দেখা যায়। বর্তমানে এ জুটি যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা তাদের লন্ডন ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করেছেন। তাদের লন্ডন ঘোরাঘুরির সেই সব পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা মেলে ভুবন মাঝি ছবির অন্য সদস্যদেরও।

লন্ডনের রিচ মিক্স সেন্টার ও জেনেসিস সিনেমা হলে চলছে সাতদিনব্যাপী রেইনবো চলচ্চিত্র উৎসব ২০১৮। রেইনবো চলচ্চিত্র উৎসব ১৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই। ওই উৎসবে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’ ছবিটি। উৎসবে অংশ নিতে লন্ডনে হাজির হয়েছেন এ জুটি এবং ছবিটির নির্মাতা ফখরুল আরেফিন খান।

জানা যায়, উৎসবের সমাপনী দিনে ‘ভুবন মাঝি’ প্রদর্শিত হবে। তাই লন্ডন সফরটি ‘ভুবন মাঝি’ ছবির টিমের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতোই মজার। কারণ একদিকে লন্ডন শহর ঘুরে বেড়ানো অন্যদিকে চলচিত্র উৎসবে অংশ নেওয়া।

২০০০ সাল থেকে প্রতি বছর লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়ে আসছে। উৎসবটিতে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যদিও এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি লন্ডনের অন্যান্য নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয়

এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

মাজনুনের সঙ্গে লন্ডনে ঘুরে বেড়াচ্ছেন অপর্ণা ঘোষ

প্রকাশিত : ১০:২০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮

বাংলাদেশের অভিনয় জগতের পরিচিত মুখ অপর্ণা ঘোষ ও মাজনুন মিজান। ২০১৭ সালে মুক্তি পাওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ‘ভুবন মাঝি’ ছবিতেও তাদের অভিনয় করেতে দেখা যায়। বর্তমানে এ জুটি যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন।

বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তারা তাদের লন্ডন ভ্রমণের বিভিন্ন ছবি পোস্ট করেছেন। তাদের লন্ডন ঘোরাঘুরির সেই সব পোস্ট করা কয়েকটি ছবিতে দেখা মেলে ভুবন মাঝি ছবির অন্য সদস্যদেরও।

লন্ডনের রিচ মিক্স সেন্টার ও জেনেসিস সিনেমা হলে চলছে সাতদিনব্যাপী রেইনবো চলচ্চিত্র উৎসব ২০১৮। রেইনবো চলচ্চিত্র উৎসব ১৫ জুলাই শুরু হয়ে শেষ হবে ২২ জুলাই। ওই উৎসবে প্রদর্শিত হবে ‘ভুবন মাঝি’ ছবিটি। উৎসবে অংশ নিতে লন্ডনে হাজির হয়েছেন এ জুটি এবং ছবিটির নির্মাতা ফখরুল আরেফিন খান।

জানা যায়, উৎসবের সমাপনী দিনে ‘ভুবন মাঝি’ প্রদর্শিত হবে। তাই লন্ডন সফরটি ‘ভুবন মাঝি’ ছবির টিমের জন্য এক ঢিলে দুই পাখি মারার মতোই মজার। কারণ একদিকে লন্ডন শহর ঘুরে বেড়ানো অন্যদিকে চলচিত্র উৎসবে অংশ নেওয়া।

২০০০ সাল থেকে প্রতি বছর লন্ডনে রেইনবো চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়ে আসছে। উৎসবটিতে বাংলাদেশের চলচ্চিত্রকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। যদিও এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি লন্ডনের অন্যান্য নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।