গতকাল ২৩ অক্টোবর বুধবার দুর্নীতি দমন কমিশন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ আতাউল কবির বাদী হয়ে ঢাকা তাদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গোপন ও ছয়াবৃত (স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর) করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর ৪(২)৪(৩) ধারার অপরাধ করায় উল্লিখিত ব্যক্তিগণের বিরুদ্ধে বর্ণিত ধারায় মামলা রুজু করা হয়।
ড. মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী,রাশেদুল হক চিশতি, প্রোপ্রাইটার- আর সি এল প্লাস্টিক ইন্ড্রাস্ট্রিজ,মোহাম্মদ ফারুক,মোঃ হিরন রহমান,মোঃ ইব্রাহিম খান,মাসুদুর রহমান খান, সাবেক শাখা প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, দি ফারমার্স ব্যাংক লি (বর্তমানে-পদ্মা ব্যাংক লিঃ)বকশীগঞ্জ শাখা, জামালপুর,মোঃ ফখরুজ্জামান, সাবেক সহকারী অফিসার,দি ফারমার্স ব্যাংক লি: বকশীগঞ্জ শাখা কর্তৃক অপরাধ লব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করে সন্দেহজনক লেনদেন সংগঠন করেছেন।
বিকালে দুদকের প্রধান কার্যালয় সেগুন বাগিচায় এক সংবাদ সম্মেলনে দুদকের ডিজি আক্তার হোসেন সাংবাদিকদের জানান,তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং এর মাধ্যমে সাবেক দি ফারমার্স ব্যাংক এর ৮,৮৬,০০,০০০/- টাকা (সুদ ব্যতীত) আত্মসাত এবং উৎসবিহীন ৮,৮৬,০০,০০০/-টাকা সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গোপন ও ছয়াবৃত (স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর) করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২), ৪(৩) ধারার অপরাধ করায় উল্লিখিত ব্যক্তিগণের বিরুদ্ধে বর্ণিত ধারায় মামলা রুজু করা হয়
বিজনেস বাংলাদেশ/ডিএস
মাসুদ রানা,সিনিয়র ক্রাইম রিপোর্টারঃ 






















