০৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নির্মাতাকে বাদ দিয়ে ‘নোলক’ নির্মাণের অভিযোগ

শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং শেষ হলেই ছবিটির পুরো কাজ শেষ হবে। কিন্তু তার আগেই পরিচালক রাশেদ রাহাকে ছবি নির্মাণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি পরিচালককে না জানিয়ে অন্যজনকে দিয়ে ছবি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছেন রাশেদ রাহা, যিনি ছবিটির প্রায় সব কাজ নিজেই করেছেন।

২২ জুলাই, রবিবার ছবিটির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের বিরুদ্ধে বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ করেন রাশেদ রাহা। এ ছাড়াও ছবিটির বর্তমান পরিচালকের দায়িত্ব পাওয়া ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অভিযোগ দিয়েছেন।

রাশেদ রাহা অভিযোগে বলেন, ‘ছবির বাকি অংশের শুটিং করার জন্য আমি অনেকদিন থেকেই প্রস্তুত। কিন্তু মাসখানেক আগে এ ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের পক্ষ থেকে বাকি অংশের শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলা হয়। ছবির নির্মাণকৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারও সঙ্গে পরামর্শ করতে আগ্রহী ছিলাম না। এরপর বিভিন্ন সূত্রে হঠাৎ জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলক ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে ২১ জুলাই কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে। একটা ছবি একজন পরিচালকের সন্তান। আমার ছবি ছিনতাই করেছে।’

এ বিষয়ে কিছুই জানেন না বলে ছবির নায়ক শাকিব খান দাবি করেছেন। তিনি বর্তমানে আছেন গাজীপুরের সখীপুর আনসার একাডেমিতে, সেখানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। এ ঘটনা শোনার পর বিস্ময় প্রকাশ করে শাকিব খান বলেন, ‘ইফতেখার চৌধুরী তো অনেক সিনিয়র নির্মাতা। এ সময়ে এ ধরনের কাজ করা ঠিক হয়নি। আমার তো মনে হচ্ছে পুরো কাজটি এখন প্রশ্নের সম্মুখীন হবে। যা ঘটছে তা মোটেও ঠিক হচ্ছে না।’

রাশেদ রাহা প্রিয়.কমকে বলেন, ‘একটা সিনেমা তো নির্মাতার কাছে তার সন্তানের মতো। আমি তাকে লালন-পালন করে বড় করছি। কিংবা তার ভালো-মন্দের বিষয়টি দেখছি আমি। ঠিক তখনই প্রযোজক তার ইচ্ছামতো সিদ্ধান্ত নিলো। আরেকজনকে দিয়ে সিনেমাটি করাচ্ছেন। আমি তো মনে করি এটা একপ্রকার ছিনতাই।’

‘এর আগে মাসখানেক আগে ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী আমাকে ফোন করেন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে। এ কথা শোনার পর আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। যে ছবির শুটিং প্রায় শেষ, আর তখন আমাকে বলা হচ্ছে বাকি শুটিংয়ের জন্য অন্য কারো সঙ্গে যোগাযোগ করতে। এরপরও আমি প্রযোজকের কথামতো ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি আমার ফোন কিংবা এসএমএসের কোনো জবাব দেননি। এরপর আমার কী করার আছে! বুঝতেছি না কোন দিকে যাচ্ছে সবকিছু’, বলেন রাশেদ রাহা।

‘নোলক’ ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য এখন ভারতের কলকাতায় আছেন মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খানসহ আরও অনেকেই।

প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী দাবি করেন, তার সঙ্গে ছবিটির নির্মাতা হিসেবে রাশেদ রাহার কোনো চুক্তি হয়নি। প্রযোজক বলেন, ‘এই ছবির পরিচালক এখন আমি। শুরু থেকে শুটিংয়ের বিষয়টি আমিই তদারকি করেছি। কিন্তু রাহা শুটিং চলার সময় ছবিটির কাজ ঠিকঠাক মতো করেনি, যা আমার ভালো লাগেনি।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নথিতে দেখা যায়, ২০১৭ সালের ২৩ নভেম্বর ‘নোলক’ ছবির নামটি নিবন্ধন করা হয়েছে। আর সেখানে পরিচালক হিসেবে রয়েছে রাশেদ রাহার নাম।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রিয়.কমকে বলেন, ‘এটা তো কোনো প্রযোজক করতে পারেন না। আর কেউ যদি অনুমতি না নিয়ে অন্য যে কোনো পরিচালককে দিয়ে কাজ করান, সেটা তো ভয়াবহ অপরাধ। ভুক্তভোগী পরিচালক অভিযোগ করলে, আমরা যা করণীয় তা করব।’

পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে কথা বলতে মুঠোফেনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা ববি। চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ।

ট্যাগ :
জনপ্রিয়

এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

নির্মাতাকে বাদ দিয়ে ‘নোলক’ নির্মাণের অভিযোগ

প্রকাশিত : ০৯:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮

শাকিব খান অভিনীত ‘নোলক’ ছবির দুটি গান আর কিছু দৃশ্যের শুটিং শেষ হলেই ছবিটির পুরো কাজ শেষ হবে। কিন্তু তার আগেই পরিচালক রাশেদ রাহাকে ছবি নির্মাণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি পরিচালককে না জানিয়ে অন্যজনকে দিয়ে ছবি নির্মাণ করছে প্রযোজনা প্রতিষ্ঠান। এমন অভিযোগ করেছেন রাশেদ রাহা, যিনি ছবিটির প্রায় সব কাজ নিজেই করেছেন।

২২ জুলাই, রবিবার ছবিটির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের বিরুদ্ধে বাংলাদেশ প্রযোজক-পরিবেশক সমিতিতে লিখিত অভিযোগ করেন রাশেদ রাহা। এ ছাড়াও ছবিটির বর্তমান পরিচালকের দায়িত্ব পাওয়া ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে অভিযোগ দিয়েছেন।

রাশেদ রাহা অভিযোগে বলেন, ‘ছবির বাকি অংশের শুটিং করার জন্য আমি অনেকদিন থেকেই প্রস্তুত। কিন্তু মাসখানেক আগে এ ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী সনেটের পক্ষ থেকে বাকি অংশের শুটিংয়ের জন্য পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে পরামর্শ করতে বলা হয়। ছবির নির্মাণকৌশল ও গোপনীয়তা বজায় রাখার স্বার্থে কারও সঙ্গে পরামর্শ করতে আগ্রহী ছিলাম না। এরপর বিভিন্ন সূত্রে হঠাৎ জানতে পারি, আমাকে ছাড়াই পরিচালক ইফতেখার চৌধুরীকে দিয়ে নোলক ছবির বাকি অংশের কাজ শেষ করার জন্য প্রযোজক ইতোমধ্যেই একটি দল নিয়ে ২১ জুলাই কলকাতায় পৌঁছেছেন। পুরো ব্যাপারটা ঘটেছে আমার অজ্ঞাতে। একটা ছবি একজন পরিচালকের সন্তান। আমার ছবি ছিনতাই করেছে।’

এ বিষয়ে কিছুই জানেন না বলে ছবির নায়ক শাকিব খান দাবি করেছেন। তিনি বর্তমানে আছেন গাজীপুরের সখীপুর আনসার একাডেমিতে, সেখানে ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছেন। এ ঘটনা শোনার পর বিস্ময় প্রকাশ করে শাকিব খান বলেন, ‘ইফতেখার চৌধুরী তো অনেক সিনিয়র নির্মাতা। এ সময়ে এ ধরনের কাজ করা ঠিক হয়নি। আমার তো মনে হচ্ছে পুরো কাজটি এখন প্রশ্নের সম্মুখীন হবে। যা ঘটছে তা মোটেও ঠিক হচ্ছে না।’

রাশেদ রাহা প্রিয়.কমকে বলেন, ‘একটা সিনেমা তো নির্মাতার কাছে তার সন্তানের মতো। আমি তাকে লালন-পালন করে বড় করছি। কিংবা তার ভালো-মন্দের বিষয়টি দেখছি আমি। ঠিক তখনই প্রযোজক তার ইচ্ছামতো সিদ্ধান্ত নিলো। আরেকজনকে দিয়ে সিনেমাটি করাচ্ছেন। আমি তো মনে করি এটা একপ্রকার ছিনতাই।’

‘এর আগে মাসখানেক আগে ছবির প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী আমাকে ফোন করেন পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে। এ কথা শোনার পর আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। যে ছবির শুটিং প্রায় শেষ, আর তখন আমাকে বলা হচ্ছে বাকি শুটিংয়ের জন্য অন্য কারো সঙ্গে যোগাযোগ করতে। এরপরও আমি প্রযোজকের কথামতো ইফতেখার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি আমার ফোন কিংবা এসএমএসের কোনো জবাব দেননি। এরপর আমার কী করার আছে! বুঝতেছি না কোন দিকে যাচ্ছে সবকিছু’, বলেন রাশেদ রাহা।

‘নোলক’ ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য এখন ভারতের কলকাতায় আছেন মৌসুমী, ওমর সানি, ববি, তারিক আনাম খান খানসহ আরও অনেকেই।

প্রযোজক সাকিব ইরতেজা চৌধুরী দাবি করেন, তার সঙ্গে ছবিটির নির্মাতা হিসেবে রাশেদ রাহার কোনো চুক্তি হয়নি। প্রযোজক বলেন, ‘এই ছবির পরিচালক এখন আমি। শুরু থেকে শুটিংয়ের বিষয়টি আমিই তদারকি করেছি। কিন্তু রাহা শুটিং চলার সময় ছবিটির কাজ ঠিকঠাক মতো করেনি, যা আমার ভালো লাগেনি।’

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নথিতে দেখা যায়, ২০১৭ সালের ২৩ নভেম্বর ‘নোলক’ ছবির নামটি নিবন্ধন করা হয়েছে। আর সেখানে পরিচালক হিসেবে রয়েছে রাশেদ রাহার নাম।

এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার প্রিয়.কমকে বলেন, ‘এটা তো কোনো প্রযোজক করতে পারেন না। আর কেউ যদি অনুমতি না নিয়ে অন্য যে কোনো পরিচালককে দিয়ে কাজ করান, সেটা তো ভয়াবহ অপরাধ। ভুক্তভোগী পরিচালক অভিযোগ করলে, আমরা যা করণীয় তা করব।’

পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে কথা বলতে মুঠোফেনে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে যোগাযোগ করলেও তার সাড়া মেলেনি।

২০১৭ সালের ১ ডিসেম্বর ভারতের হায়দরাবাদে ‘নোলক’ ছবির শুটিং শুরু হয়। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন নায়িকা ববি। চিত্রনাট্য লিখছেন ফেরারী ফরহাদ।