০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

নেট দুনিয়ায় নকল টাইগার!

সবে তো বলিউডে এসেছেন। হাতে গুণে কয়েকটা ছবি। তবে সম্প্রতি ‘বাগি ২’ ব্যাপক সাফল্য পেয়েছে বক্স অফিসে। টাইগার শ্রফ কিন্তু ধীরে ধীরে নিজের জমি তৈরি করছেন বলিউডে। কিন্তু এরই মাঝে যদি দেখতে পান বলিউড ছেড়ে অসমিয়া ছবিতেও রয়েছেন টাইগার, তাহলে?

চমকে উঠবেন না, এ গপ্পো নকল টাইগার শ্রফের। গত কদিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন অসমের অভিনেতা ডেভিড সাহারিয়া। যাকে দেখতে অবিকল টাইগার শ্রফের মতো। চোখ, নাক, মুখ, এমনকী শরীরের গঠনও একেবারেই টাইগারের মতো। আর একথা টাইগার না জানলেও, জানেন ডেভিড নিজে। তাই তো টাইগারের মতো চুলও রেখেছেন ডেভিড।

ট্যাগ :
জনপ্রিয়

এবার ৪২ হাজার ৭৭৯ কেন্দ্রে হবে ভোটগ্রহণ

নেট দুনিয়ায় নকল টাইগার!

প্রকাশিত : ১০:৪০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮

সবে তো বলিউডে এসেছেন। হাতে গুণে কয়েকটা ছবি। তবে সম্প্রতি ‘বাগি ২’ ব্যাপক সাফল্য পেয়েছে বক্স অফিসে। টাইগার শ্রফ কিন্তু ধীরে ধীরে নিজের জমি তৈরি করছেন বলিউডে। কিন্তু এরই মাঝে যদি দেখতে পান বলিউড ছেড়ে অসমিয়া ছবিতেও রয়েছেন টাইগার, তাহলে?

চমকে উঠবেন না, এ গপ্পো নকল টাইগার শ্রফের। গত কদিন ধরে নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছেন অসমের অভিনেতা ডেভিড সাহারিয়া। যাকে দেখতে অবিকল টাইগার শ্রফের মতো। চোখ, নাক, মুখ, এমনকী শরীরের গঠনও একেবারেই টাইগারের মতো। আর একথা টাইগার না জানলেও, জানেন ডেভিড নিজে। তাই তো টাইগারের মতো চুলও রেখেছেন ডেভিড।