১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

যৌন হয়রানির অভিযোগে মার্কিন যাজকের পদত্যাগ

৮৮ বছর বয়সে এসে ৫০ বছর আগের এক যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন আমেরিকার ক্যাথলিক চার্চের কার্ডিনাল থিয়োডোর ম্যাক ক্যারিক।

শনিবার পোপ ফ্রান্সিস এই কার্ডিনালের পদত্যাগ গ্রহণ করেন। ফলে ১৯২৭ সালের পর ইতিহাসে এই প্রথম কোনো কার্ডিনাল বা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদবি ও লাল টুপি হারালেন। তাও স্ব-ইচ্ছায়।

ভ্যাটিক্যান সূত্রে জানা যায়, ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াশিংটনের আর্কবিশপ (বিশপদের ঊর্ধ্বতন যাজকবিশেষ/সর্বোচ্চ মার্গের দেবদূত) ছিলেন। ভ্যাটিক্যানের মতে, তার আত্মনিন্দা ও প্রার্থনার মাধ্যমে যাজকীয় পর্বের ইতি টানা উচিত।

তবে এই কার্ডিনাল জানিয়েছেন, তার এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই।থিয়োডোর ম্যাক ক্যারিক যুক্তরাষ্ট্রের একজন উচ্চ ক্ষমতাধর ক্যাথলিক ধর্মনেতা। যিনি মানবাধিকার বিষয়ে এ পর্যন্ত যুগান্তকারী পদক্ষেপের নায়ক হিসেবে পরিচিত।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

যৌন হয়রানির অভিযোগে মার্কিন যাজকের পদত্যাগ

প্রকাশিত : ১০:৫৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

৮৮ বছর বয়সে এসে ৫০ বছর আগের এক যৌন হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন আমেরিকার ক্যাথলিক চার্চের কার্ডিনাল থিয়োডোর ম্যাক ক্যারিক।

শনিবার পোপ ফ্রান্সিস এই কার্ডিনালের পদত্যাগ গ্রহণ করেন। ফলে ১৯২৭ সালের পর ইতিহাসে এই প্রথম কোনো কার্ডিনাল বা সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পদবি ও লাল টুপি হারালেন। তাও স্ব-ইচ্ছায়।

ভ্যাটিক্যান সূত্রে জানা যায়, ম্যাক ক্যারিক ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওয়াশিংটনের আর্কবিশপ (বিশপদের ঊর্ধ্বতন যাজকবিশেষ/সর্বোচ্চ মার্গের দেবদূত) ছিলেন। ভ্যাটিক্যানের মতে, তার আত্মনিন্দা ও প্রার্থনার মাধ্যমে যাজকীয় পর্বের ইতি টানা উচিত।

তবে এই কার্ডিনাল জানিয়েছেন, তার এই অভিযোগ সম্পর্কে কিছুই মনে নেই।থিয়োডোর ম্যাক ক্যারিক যুক্তরাষ্ট্রের একজন উচ্চ ক্ষমতাধর ক্যাথলিক ধর্মনেতা। যিনি মানবাধিকার বিষয়ে এ পর্যন্ত যুগান্তকারী পদক্ষেপের নায়ক হিসেবে পরিচিত।