ঢাকা, ৯ মে, ২০২৫ অ্যাসোসিয়েশন অফ কুমিল্লা ওল্ড ক্যাডেটস সোসাইটির (একক) ক্যারিয়ার ও স্টুডেন্ট বিষয়ক উপ-কমিটি পূর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের (সিসিসিএল) মাল্টিপারপাস হলে সফলভাবে আয়োজন করল বহুল প্রতীক্ষিত ‘এক্স ক্যাডেট ব্যাংকার্স মেডলি”। সন্ধ্যায় ব্যাংকিং খাতের ৭০ জনেরও বেশি বিশিষ্ট পেশাদার একত্রিত হন যাদের সকলেই বিভিন্ন ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট। বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত প্রাক্তন ক্যাডেটদের মধ্যে নেটওয়ার্কিং এবং পেশাদার জ্ঞান ভাগাভাগি আরও সহজতর করার জন্য এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর বোর্ড অফ ডিরেক্টর’স এর সম্মানিত চেয়ারম্যান জনাব রাশেদ আহমেদ চৌধুরী আর্থিক খাতে সততা এবং উচ্চ মুলাবোধসম্পন্ন নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা যেখানে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী, সিটিব্যাংক এন.এ এর প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর এবং অর্থনীতি বিশ্লেষক জনাব মামুন রশিদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর বাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামদুদুর রশিদ। ব্যাংকের একজন কর্পোরেট গ্রাহক হিসেবে জনাব জাহেদী ব্যাংকারদের ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে আরও উদ্ভাবনী এবং স্মার্ট সমাধান নিয়ে আসার জন্য অনুরোধ করেন। জনাব মামুন রশিদ কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবেলায় দৃঢ় মানসিকতার হওয়ার উপর জোর দেন, অন্যদিকে জনাব মামদুদ জীবনের সাফল্যের মধ্যে স্বাস্থ্য এবং মানসিক শান্তিকে অন্তর্ভুক্ত করে সাফল্যকে সামগ্রিকভাবে দেখার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন। ক্যাডেট জীবনের শৃঙ্খলা থেকে শুরু করে ব্যাংকিং নেতৃত্ব পর্যন্ত সকল বিষয়ে তাদের তাদের প্রাণবন্ধ আলোচনা দর্শকদের গভীরভাবে স্পর্শ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলীর উপস্থিতি এবং বক্তবো অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ করেছিল।
ব্র্যাক ব্যাংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) জনাব মোকাররবিন মান্নান এবং এমটিবির কর্পোরেট ব্যাংকিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নোমানুর রশীদ তাদের মনোমুগ্ধকর এবং জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে শ্রোতাদের নিজ নিজ কর্ম ক্ষেত্রের গভীরে নিয়ে যান।
প্রাণবন্ত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ফয়েজ উদ্দিন আহমেদ এবং আসিফ রহমান। অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বটি ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করেন এককের সভাপতি জনাব কে. এম. মিজানুর রহমান।
ডিএস.


























