জেলের অন্দরে ১৩ মাস। মুক্তি পান কোটি টাকার ব্যক্তিগত বন্ডে। বেরিয়ে যখন এসেছিলেন শারীরিক-মানসিকভাবে একেবারে বিধ্বস্ত ছিলেন। বলেছিলেন, ‘ভুল করেছি, অন্যায় হয়ে গিয়েছে। গোটা দেশবাসীর কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’ অতীতের সেই কালো সময়কে পিছনে ফেলে ফের অভিনয় জগতে ফিরলেন তাপস পাল। কামব্যাকের জন্য নেটদুনিয়াকেই বেছে নিয়েছেন টলিউডের অভিনেতা। প্রকাশিত হল পরিচালক দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের শর্ট ফিল্ম ‘২ টাকা’।
ছবির বিষয়বস্তু আর্থিক দুর্নীতি। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেতা তাপস পাল, তুলিকা বসু, কৃষ্ণকিশোর মুখোপাধ্যায়, নিমাই ঘোষ, তানিয়া গাঙ্গুলিসহ অন্যান্য কলাকুশলীরা। দু-টাকাকে কেন্দ্র করেই এই ছবির গল্প। মধ্যবিত্ত বাঙালি পবিত্র দত্ত, তাঁর জীবনে সুখ নেই বললেই চলে। সারাদিন স্ত্রীর খিটখিটানি সহ্য করতে কারই বা ভালো লাগে।
তাও সব কিছুকে উপেক্ষা করেই দিন কাটে পবিত্রর। সুন্দরী নারী থেকে শুরু করে, পথের ভিখারি দুটো টাকা দিতে তাঁর আপোষ নেই। তবে জীবন কি কারো এক রকমভাবে কাটে? পবিত্রর জীবনেও আসে ঝড়, ধরা পড়ে আর্থিক দুর্নীতি। কি করবে এবার পবিত্র? তাঁর উত্তর রয়েছে দেবাদিত্যর ‘দু টাকা’-র গল্পে। ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে।


























