চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাট মা- শিশু জেনারেল হাসপাতালের সামনে ইট ও বালু ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মালিক পক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
২৮ জানুয়ারি বুধবার দুপুরে হাসপাতালটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৬ সালের ২২ জানুয়ারি ১৩০ জন শেয়ার হোল্ডারের সমন্বয়ে কেরানীহাট মা ও শিশু জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে হাসপাতালটি সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসছে। জমির মালিক পক্ষের সঙ্গে ১০ বছরের একটি চুক্তির মেয়াদ শেষে তা নবায়নের প্রক্রিয়া চলছিল। তবে জমির মালিক বদিউল আলম অসুস্থ থাকায় চুক্তি নবায়নের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি।
হাসপাতালের প্রবেশপথে ইট-বালু ফেলে রাখার বিষয়ে জানতে চাইলে মালিকপক্ষের সাইফুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে করা চুক্তির মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বর মাসে, বিল্ডিং এর কাজ করার জন্য এসব ইট-বালু আনা হয়েছে , চুক্তি অনুযায়ী তাদেরকে আমরা সময় দিয়েছি।
ডিএস,




















