টিভি পর্দায় কোনও নাটক প্রচারের পরেই দর্শকরা এখন সেটি দেখতে নজর রাখেন ইউটিউবে। যার কারণে দেশের ওয়েব সিরিজগুলো ইদানীং বেশ জনপ্রিয়তা পাচ্ছে।
দর্শকদের আগ্রহের কথা ভেবে এবার ভিন্ন কিছু করলো অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। টিভিতে প্রচারের আগেই তারা ইউটিউবে মুক্তি দিলো একটি নাটক। নাম ‘আকাশ হতে চাই’।
এসকে শাহেদ আলী পাপ্পুর প্রযোজনায় মাহফুজ ইসলামের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন হান্নান শাহ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বিপরীতে আছেন দুই অভিনেত্রী সাদিকা স্বর্ণা ও লামিয়া মিমো।
শনিবার রাতে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ‘আকাশ হতে চাই’।
https://youtu.be/Mh4-8scb9j8


























