রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মোস্তফা কামরুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। এজিএমটি ভার্চুয়ালি রাজধানীর ৭, রাজউক অ্যাভিনিউতে অবস্থিত রূপালী বিমা ভবন থেকে অনুষ্ঠিত হয়, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় পরিচালক ফজলতুন্নেসা, শাফিয়া সোবহান চৌধুরী, আবু হেনা, এস. আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ফাওজিয়া কামরুন তানিয়া, উপদেষ্টা পি.কে. রায়, এফসিএ, পরামর্শক জনাব নাজরুল ইসলাম, এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের জন্য ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়, যা কোম্পানির স্থিতিশীল আর্থিক কার্যক্রম এবং বিনিয়োগকারীদের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।


























