০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউএফসি ফাইট

ছবি: সংগৃহীত

আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা। ইভেন্টটি ৪ জুলাই অনুষ্ঠিত হবে। যা ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

সিবিএস মর্নিংস-এ এক সাক্ষাৎকারে ডানা হোয়াইট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই এই আয়োজন সম্ভব হয়েছে। ট্রাম্প এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত হবে বলে তিনি জানান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন।

ইতিহাসে এটাই হবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি ফাইট। যদিও সঠিক স্থান এখনও নির্ধারণ হয়নি। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রাঙ্গণে খাঁচা (অক্টাগন) তৈরি করে সর্বোচ্চ ২৫ হাজার দর্শকের আসন ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে নানা পরিবর্তন এনেছেন। ওভাল অফিস সোনালি সাজে নতুনভাবে সাজানো, রোজ গার্ডেনের ঘাস কংক্রিটে ঢেকে ফেলা, উত্তর ও দক্ষিণ লনে বড় পতাকাদণ্ড স্থাপন এবং ইস্ট উইং-এ ২০০ মিলিয়ন ডলারের নতুন বলরুম নির্মাণের ঘোষণা দেন।

উল্লেখ্য, সিবিএস মালিকানাধীন প্যারামাউন্ট সম্প্রতি ইউএফসি লড়াই সম্প্রচারে ৭ বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।। যা এই ইভেন্টের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

ডিএস./

ট্যাগ :

পরিবেশ রক্ষার সারাদেশেই বৃক্ষরোপন কর্মসুচি চালু হওয়া উচিত: বিভাগীয় কমিশনার

হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইউএফসি ফাইট

প্রকাশিত : ০৪:৪৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

আগামী বছর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে হোয়াইট হাউসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতা। ইভেন্টটি ৪ জুলাই অনুষ্ঠিত হবে। যা ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন।

সিবিএস মর্নিংস-এ এক সাক্ষাৎকারে ডানা হোয়াইট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতেই এই আয়োজন সম্ভব হয়েছে। ট্রাম্প এবং তার কন্যা ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা চূড়ান্ত হবে বলে তিনি জানান। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেন।

ইতিহাসে এটাই হবে প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইউএফসি ফাইট। যদিও সঠিক স্থান এখনও নির্ধারণ হয়নি। তবে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন হোয়াইট হাউসের প্রাঙ্গণে খাঁচা (অক্টাগন) তৈরি করে সর্বোচ্চ ২৫ হাজার দর্শকের আসন ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসে নানা পরিবর্তন এনেছেন। ওভাল অফিস সোনালি সাজে নতুনভাবে সাজানো, রোজ গার্ডেনের ঘাস কংক্রিটে ঢেকে ফেলা, উত্তর ও দক্ষিণ লনে বড় পতাকাদণ্ড স্থাপন এবং ইস্ট উইং-এ ২০০ মিলিয়ন ডলারের নতুন বলরুম নির্মাণের ঘোষণা দেন।

উল্লেখ্য, সিবিএস মালিকানাধীন প্যারামাউন্ট সম্প্রতি ইউএফসি লড়াই সম্প্রচারে ৭ বছরের জন্য ৭.৭ বিলিয়ন ডলারের চুক্তি করেছে।। যা এই ইভেন্টের বাণিজ্যিক গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

ডিএস./