আন্তর্জাতিক চাপ-নিন্দাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে গাজায় তাণ্ডব-হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নির্বিচার হামলায় একদিনে নিহত হয়েছে কমপক্ষে ১শ’ ফিলিস্তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজা সিটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রাণ গেছে অন্তত ৬১ জনের। শহরের সবচেয়ে বড় আবাসিক এলাকা জয়তুনে দিনভর হয়েছে ভারী বোমাবর্ষণ। শহরটিতে তিনদিনে ৩ শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শেখ রেদোয়ান এলাকায়ও হয়েছে বড় ধরনের হামলা। বুধবার (১৩ আগস্ট) আবারও ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ করেছে ইহুদি সেনারা। নিহত হয়েছে ৩৭ জন।
এদিকে, গাজায় অনাহারে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। এদের মধ্যে ৩ শিশু রয়েছে। দুর্ভিক্ষ পরিস্থিতির কারণে উপত্যকায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২৩৫ জনে। এদের মধ্যে ১০৬ জনই শিশু।
এর আগে, গত সপ্তাহে গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা।
ডিএস./