আনন্দের আতিশয্যে এভাবে ফাঁকা গুলি ছুঁড়ে অনেকেই স্বাধীনতা দিবস উদযাপন করেন পাকিস্তানে। ছবি: সংগৃহীত
শোকের মাতমে রূপ নিয়েছে পাকিস্তানের স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করছে দেশটি। আগের রাতে করাচিতে আনন্দের আতিশয্যে ফাঁকা গুলি ছুঁড়ে দিবসটি উদযাপন করছিল অনেকে। কিন্তু, এই উদযাপন করতে গিয়ে তিনজনের প্রাণ চলে গেছে গুলিবিদ্ধ হয়ে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৭৫ জন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে একজন আট বছরের মেয়ে শিশুও আছে।
পুলিশ জানিয়েছে, করাচির লিয়াকতাবাদ, কোরাঙ্গি, লায়ারি, মেহমুদাবাদ, আখতার কলোনি, কেমারি, জ্যাকসন, ওরাঙ্গি টাউন, পাপোশ নগর, শরিফাবাদ, জামান টাউন, উত্তর নাজিমাবাদসহ বেশ কয়েকটি এলাকায় মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর এসেছে।
এসব ঘটনায় কমপক্ষে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোমিনাবাদ, লিয়াকতাবাদ, সামানাবাদ ও ওরাঙ্গি টাউনসহ কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে আধুনিক আগ্নেয়াস্ত্র আর গোলাবারুদ জব্দ করা হয়েছে। হতাহতের ঘটনায় মামলাও হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানে প্রতি বছরই ফাঁকা গুলি চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করে অনেকে। এর ফলে প্রাণহানি এবং আহত হওয়ার মতো মর্মান্তিক ঘটনাও ঘটে। কর্তৃপক্ষ বারবার সতর্ক করলেও তা বন্ধ হয়নি। গত বছর (২০২৪ সালে) করাচিতে একই ধরনের উদযাপনের সময় অগ্নিকাণ্ডে অন্তত ৯৫ জন আহত হন।
ডিএস