পাবনা-৬৮-১ আসনকে অখণ্ড রাখার দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সংশ্লিষ্ট নাগরিক সমাজ।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসে ঐতিহাসিক ও প্রশাসনিক দিক থেকে বিভ্রান্তি তৈরি হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পাবনা-৬৮-১ আসন অখণ্ডভাবে বিদ্যমান। হঠাৎ করে এটি ভাঙা হলে স্থানীয় জনগণের অধিকার ক্ষুণ্ন হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে এমন সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা নির্বাচন কমিশনের প্রতি অবিলম্বে প্রস্তাবিত আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান।
ডিএস./