১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

গায়ক ইমনের সঙ্গে ভক্ত ফারিয়ার ‘বিয়ে’!

মুনকির একজন স্বনামধন্য গায়ক। তার গানের ভক্ত রাণী। এই তরুণীর সঙ্গে মুনকিরের নিয়মিত মোবাইল ফোনে কথা হয়।

একদিন হুট করে রাণীকে বিয়ে করার জন্য তার বাবার কাছে মুনকির প্রস্তাব দেন। কিন্তু পাত্র গায়ক হওয়ায় রাণীর বাবা বিয়েতে কিছুতেই রাজি নন। তিনি গায়ক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

এই নিয়ে রাণীর মার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কারণ মুনকিরকে রাণীর মায়ের খুব পছন্দ। এই ছেলের কাছেই তিনি মেয়েকে বিয়ে দিতে চান। কিন্তু রাণীর বাবা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। বিষয়টি নিয়ে তাদের পরিবারে অশান্তি তৈরি হয়।

শেষ পর্যন্ত মুনকিরের সঙ্গে রাণীর বিয়ে হবে কিনা তা জানা যাবে খণ্ড নাটক ‘বিয়ে’তে। এমন গল্পের নাটকটি যৌথভাবে রচনা করেছেন এম আই মনির ও আশরাফুল বিপ্লব।

আশরাফুল বিপ্লবের পরিচালনায় ‘বিয়ে’তে গায়ক মুনকিরের চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও তার ভক্তের চরিত্রে শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন দীপক কর্মকার ও শেলী আহসান।

শুক্রবার (৩ আগস্ট) রাত ৮টায় আরটিভিতে ‘বিয়ে’ নাটকটি প্রচার হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গায়ক ইমনের সঙ্গে ভক্ত ফারিয়ার ‘বিয়ে’!

প্রকাশিত : ০১:০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮

মুনকির একজন স্বনামধন্য গায়ক। তার গানের ভক্ত রাণী। এই তরুণীর সঙ্গে মুনকিরের নিয়মিত মোবাইল ফোনে কথা হয়।

একদিন হুট করে রাণীকে বিয়ে করার জন্য তার বাবার কাছে মুনকির প্রস্তাব দেন। কিন্তু পাত্র গায়ক হওয়ায় রাণীর বাবা বিয়েতে কিছুতেই রাজি নন। তিনি গায়ক ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন না বলে সাফ জানিয়ে দেন।

এই নিয়ে রাণীর মার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কারণ মুনকিরকে রাণীর মায়ের খুব পছন্দ। এই ছেলের কাছেই তিনি মেয়েকে বিয়ে দিতে চান। কিন্তু রাণীর বাবা অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে ফেলেন। বিষয়টি নিয়ে তাদের পরিবারে অশান্তি তৈরি হয়।

শেষ পর্যন্ত মুনকিরের সঙ্গে রাণীর বিয়ে হবে কিনা তা জানা যাবে খণ্ড নাটক ‘বিয়ে’তে। এমন গল্পের নাটকটি যৌথভাবে রচনা করেছেন এম আই মনির ও আশরাফুল বিপ্লব।

আশরাফুল বিপ্লবের পরিচালনায় ‘বিয়ে’তে গায়ক মুনকিরের চরিত্রে অভিনয় করেছেন মামনুন হাসান ইমন ও তার ভক্তের চরিত্রে শবনম ফারিয়া। এতে আরও অভিনয় করেছেন দীপক কর্মকার ও শেলী আহসান।

শুক্রবার (৩ আগস্ট) রাত ৮টায় আরটিভিতে ‘বিয়ে’ নাটকটি প্রচার হবে।