০৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

দীপিকা-রণবীরের ছবি ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের ছবি। ছুটিতে রয়েছেন তারা। তবে হঠাৎই এক ভক্তের কীর্তিতে আপাতত মানুষজন একটু ভিন্ন চোখে দেখছে দীপিকা ও তার বিশেষ বন্ধু রণবীরকে।

জানা যায়, ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দীপিকা-রণবীর৷ রাস্তায় একে অপরের হাত ধরেই ছিলেন৷ এসময় একই জায়গায় উপস্থিত ছিলেন তাদের অন্ধ ভক্ত জেইনাব। সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হলো তার।

ভীষণ চিৎকার করে ওঠেন রণবীর। কটু কথাও বলে। তবে ভক্তে দাবি, ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন৷ আর এতেই মন ভেঙেছে ভক্তের৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভালো নয়৷

গোটা বিষয়টা নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেস জেইনাব। যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি!

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় প্রশিক্ষণ কর্মশালা, অবহিতকরণ সভা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দীপিকা-রণবীরের ছবি ভাইরাল

প্রকাশিত : ১০:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮

সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায় দীপিকা-রণবীরের ছবি। ছুটিতে রয়েছেন তারা। তবে হঠাৎই এক ভক্তের কীর্তিতে আপাতত মানুষজন একটু ভিন্ন চোখে দেখছে দীপিকা ও তার বিশেষ বন্ধু রণবীরকে।

জানা যায়, ফ্লোরিডার উইনিভার্সাল স্টুডিওতে ঘুরতে গিয়েছিলেন দীপিকা-রণবীর৷ রাস্তায় একে অপরের হাত ধরেই ছিলেন৷ এসময় একই জায়গায় উপস্থিত ছিলেন তাদের অন্ধ ভক্ত জেইনাব। সামনে প্রিয় তারকাকে পেয়ে সময় নষ্ট করেননি তিনি৷ ঝটপট তুলে ফেলেন ছবি ও ভিডিও৷ কিন্তু ছবি তোলার সঙ্গে এক খারাপ অভিজ্ঞতা হলো তার।

ভীষণ চিৎকার করে ওঠেন রণবীর। কটু কথাও বলে। তবে ভক্তে দাবি, ছবি তোলার অনুমতি তিনি নিয়েছিলেন৷ আর এতেই মন ভেঙেছে ভক্তের৷ তিনি বলছেন, যতই পর্দায় ঝকঝকে দেখাক এই অভিনেতা-অভিনেত্রীদের, বাস্তবে এরা মোটেও ভালো নয়৷

গোটা বিষয়টা নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেস জেইনাব। যাদের অন্ধভক্ত ছিলেন জেইনাব, তারাই এখন যেন তাঁর চোখের বালি!