১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ( ৭ নভেম্বর ) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন, মোঃ ইউসুফ (৫৫) ও মুসলিম মিয়া (৪৫)। তারা দুজনই সদর উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা বলে জানা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক রায়হানকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সবজি ব্যবসায়ী মুসলিম মিয়া সকালে পাইকারী সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা যোগে সরাইল বাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে যশোর জেলার মনিরামপুর হতে সিলেট লামাগাজীগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেছি। পাশাপাশি চালকসহ ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./

 

ট্যাগ :
জনপ্রিয়

সরাইলে ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ নিহত ২

প্রকাশিত : ০৪:৫৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাছবাহী ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার ( ৭ নভেম্বর ) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের বড্ডাপাড়া আলিয়া মাদ্রাসার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন, মোঃ ইউসুফ (৫৫) ও মুসলিম মিয়া (৪৫)। তারা দুজনই সদর উপজেলার নিশ্চিন্তপুরের বাসিন্দা বলে জানা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক রায়হানকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, সবজি ব্যবসায়ী মুসলিম মিয়া সকালে পাইকারী সবজি কেনার জন্য ইউসুফের অটোরিকশা যোগে সরাইল বাজারের উদ্দ্যেশ্যে রওয়ানা হলে যশোর জেলার মনিরামপুর হতে সিলেট লামাগাজীগামী একটি মাছবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, আমরা দুর্ঘটনার খবর পেয়ে নিহত দুজনের লাশ উদ্ধার করেছি। পাশাপাশি চালকসহ ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএস./