বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচাবরণার অংশ হিসেবে ফেনী-০১ (ছাগলনাইয়া–ফুলগাজী– পরশুরাম) আসনে হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার সকালে ফেনী-পরশুরাম সড়কের বন্ধুয়া হাই স্কুল থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি মুন্সিরহাট, ফুলগাজী ও পরশুরাম বাজার প্রদক্ষিণ করে ছাগলনাইয়া হয়ে পাঠাননগরে গিয়ে শেষ হয়।
এ সময় পুরো সড়কজুড়ে মোটরসাইকেলের মিছিল, পোস্টার, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন বলে জানিয়েছেন আয়োজকরা।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল হোসেন বলেন,
> “ফেনী-০১ আসনের জনগণ ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ। জনগণের ভোটে ইনশাআল্লাহ পরিবর্তনের জোয়ার আসবে।”
দলীয় সূত্রে জানা গেছে, এ শোডাউনের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণার সূচনা করেছে।



















