০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

সাগরে সার্বভৌমত্বের সঙ্গে মানবিক দায়িত্বও পালন করছে নৌবাহিনী

বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে।শুক্রবার (৮ নভেম্বর) গভীর সমুদ্রে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী নিয়মিতভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে টহলের সময় জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান একটি ট্রলার দেখতে পায়।

ট্রলারে থাকা জেলেরা বিপদের সংকেত জানাতে আলো ও হাত নাড়ে। নৌবাহিনীর জাহাজ তাদের সংকেত শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা প্রথমেই জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলে ও ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেরা জানান, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা তিনদিন ধরে গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন। খাদ্য ও পানীয় সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। নৌবাহিনীর দ্রুত তৎপরতায় তারা প্রাণে বেঁচে যান।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় টহল ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সমুদ্রপথে যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

ডিএস./

ট্যাগ :

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাগরে সার্বভৌমত্বের সঙ্গে মানবিক দায়িত্বও পালন করছে নৌবাহিনী

প্রকাশিত : ০৪:১৯:৩১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বাংলাদেশ নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে।শুক্রবার (৮ নভেম্বর) গভীর সমুদ্রে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে নৌবাহিনী নিয়মিতভাবে বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় টহল পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কুতুবদিয়া লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দক্ষিণে টহলের সময় জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে ভাসমান একটি ট্রলার দেখতে পায়।

ট্রলারে থাকা জেলেরা বিপদের সংকেত জানাতে আলো ও হাত নাড়ে। নৌবাহিনীর জাহাজ তাদের সংকেত শনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং ট্রলারসহ জেলেদের উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যরা প্রথমেই জেলেদের প্রাথমিক চিকিৎসা, ওষুধ, খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করেন।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলে ও ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসা হয় এবং তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেরা জানান, গত ৬ নভেম্বর থেকে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা তিনদিন ধরে গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন। খাদ্য ও পানীয় সংকটে তারা চরম দুর্ভোগে পড়েছিলেন। নৌবাহিনীর দ্রুত তৎপরতায় তারা প্রাণে বেঁচে যান।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় টহল ও উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং সমুদ্রপথে যেকোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

ডিএস./