যশোরে ফ্ল্যাট দখল,চাঁদাবাজি, বোমা হামলা ও হত্যার হুমকির অভিযোগ তুলে জীবনের নিরাপত্তা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ডেভোলপার প্রতিষ্ঠান এস. এইচ. বিল্ডার্সের পরিচালক এস. এম. রফিকুল ইসলাম হীরক।
রোববার (৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এ সময় জমির মালিক রশিদুল হাসান মনা, শুভাকাঙ্ক্ষী টিপু সুলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে হীরক অভিযোগ করেন, যশোর শহরের ওয়াপদা অফিসের সামনে ৭৬, কারবালা রোডে “হাসান টাওয়ার” নামে একটি বহুতল ভবন নির্মাণের কাজ তিনি ডেভোলপার হিসেবে করে আসছিলেন। কিন্তু ভবনটির ষষ্ঠ তলার দক্ষিণ-পশ্চিম পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে জমির মালিক তাসলিমা হাসান,ফেনসি হাসান,তার ছেলে মেহেরাফ, আত্মীয় আনোয়ার গাজী, তুষার গাজী ও জিসানসহ কয়েকজন জোরপূর্বক দখল করে নেন।
তিনি বলেন,“দখলকারীরা ফ্ল্যাটের নির্মাণসামগ্রী লুট করে প্রায় সাত লাখ টাকার ক্ষতি করেছে এবং ফ্ল্যাটে থাকা সামগ্রী ভাঙচুর করে আরও দেড় লাখ টাকার ক্ষতি সাধন করেছে।” তিনি অভিযোগ করেন দীর্ঘ প্রায় ১২ বছর ধরে তারা অত্যাচার নির্যাতন চালাচ্ছে আমার পরিবারের প্রতি। এস এম রফিকুল ইসলাম হীরক আরও অভিযোগ করেন, গত ৩০ ও ৩১ অক্টোবর রাতে ওই একই স্থানে ধারাবাহিকভাবে দুটি বোমা হামলার ঘটনা ঘটে, যা তাকে ও তার মাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন। হামলার পর তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এস. এম. রফিকুল ইসলাম হীরক জানান,তাসলিমা হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানা উপায়ে হয়রানি করছে।“তারা আমার গোডাউনের মালামাল বিক্রি করে দিয়েছে,অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেছে এবং বিভিন্ন সময়ে ফোনে হত্যার হুমকিও দিয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, এসব বিষয়ে একাধিকবার কোতোয়ালী মডেল থানায় জিডি করা হলেও এখনো কোনো আইনি প্রতিকার পাননি। তিনি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা দাবি করেছেন। এসব কারণে এস এম রফিকুল ইসলাম হীরকের মা প্রায় অসুস্থ হয়ে পড়েন। তিনি বলেন একজন বড় মাপের পুলিশ কর্মকর্তার ভয় দেখান তাসলিমা হাসান ও তার পরিবারের সদস্যরা। তিনি বলেন পুলিশ কর্মকর্তার নাম ব্যবহার করে আমার পরিবারকে গুম খুন রকমের ভয় দেখান সবাইকে।
সংবাদ সম্মেলনের এস এম রফিকুল ইসলাম হিরক প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেন।
ডিএস./



















