০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ওগাঁয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শান্তিপূর্ণ পদযাত্রা

oplus_0

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত শক্তিশালী করতে নওগাঁ জেলা শহরে শান্তিপূর্ণ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর সমর্থকরা এ কর্মসূচি আয়োজন করেন। তাজের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠ, মুক্তির মোড় ও জেলা বিএনপি কার্যালয় হয়ে একই মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচিতে জেলা, পৌর, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ ও মিছিল চলাকালে নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট মোকাবিলায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এখন সময়োপযোগী রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন এবং নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে তারা মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের সংগ্রামের লক্ষ্য ক্ষমতা নয় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। নওগাঁয় এই কর্মসূচি বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”

নেতৃত্বাধীন সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ধানের শীষকে কেন্দ্র করে জনমত আরও সুসংহত হচ্ছে।

শেষে দলীয় নেতারা ঘোষণা দেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যেকোনো বাধা অতিক্রম করে মাঠে থাকবে বিএনপি।”

ডিএস./

ট্যাগ :

সেনাবাহিনীর সদস্যদের মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ওগাঁয় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শান্তিপূর্ণ পদযাত্রা

প্রকাশিত : ০৪:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত শক্তিশালী করতে নওগাঁ জেলা শহরে শান্তিপূর্ণ মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জাহিদুল ইসলাম ধলুর সমর্থকরা এ কর্মসূচি আয়োজন করেন। তাজের মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠ, মুক্তির মোড় ও জেলা বিএনপি কার্যালয় হয়ে একই মোড়ে গিয়ে শেষ হয়। প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচিতে জেলা, পৌর, থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

লিফলেট বিতরণ ও মিছিল চলাকালে নেতাকর্মীরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট মোকাবিলায় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা এখন সময়োপযোগী রূপরেখা। এই দফাগুলোর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, নির্বাচন ব্যবস্থার পুনর্গঠন এবং নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে তারা মন্তব্য করেন।

জাহিদুল ইসলাম ধলু বলেন, “আমাদের সংগ্রামের লক্ষ্য ক্ষমতা নয় গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। ধানের শীষের বিজয় মানে জনগণের বিজয়। নওগাঁয় এই কর্মসূচি বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করেছে।”

নেতৃত্বাধীন সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং ধানের শীষকে কেন্দ্র করে জনমত আরও সুসংহত হচ্ছে।

শেষে দলীয় নেতারা ঘোষণা দেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধানের শীষের বিজয় নিশ্চিতে যেকোনো বাধা অতিক্রম করে মাঠে থাকবে বিএনপি।”

ডিএস./